প্রীতি পোদ্দার, কলকাতা: ফের নতুন বছর পড়তে না পড়তেইই জল যন্ত্রণায় ভুগতে চলেছে কলকাতা (Kolkata) শহরবাসী। গত বছরের ডিসেম্বরে দিকে জলের পাইপলাইন মেরামতির কাজের জন্য টালা ট্যাঙ্ক বন্ধ রাখা হয়েছিল। যার জেরে অনেকেই কয়েকদিন জলের সমস্যায় ভুগেছিল। উত্তর কলকাতার পুরনিগমের বোরো ১ থেকে বোরো ৭ পর্যন্ত সেই সমস্ত এলাকার সর্বত্র জল বন্ধ ছিল। আর এবার ফের নতুন বছর পড়তেই ফের পুরসভার তরফ থেকে টানা ২১ ঘণ্টা জল বন্ধ রাখা হবে।
ফের জল সরবরাহ বন্ধ শহরে
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে ফের পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য আগামীকাল এবং রবিবার দুই দিনেই জল পরিষেবা ব্যাহত থাকবে। জানা গিয়েছে শনিবার সকালে যেমন সময় জল পরিষেবা দেওয়া হয়ে থাকে তেমন সময়েই জল দেওয়া হবে। কিন্তু এরপর গোটা দিন জল দেওয়া হবে না। এই দুর্ভোগ থাকবে রবিবারেও। সকালে ২১ ঘণ্টা পরে নির্দিষ্ট সময়ে ফের জল পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে।
কোন কোন এলাকায় জলের সমস্যা হবে?
আগামীকাল এবং রবিবার দক্ষিণ কলকাতার যে সকল জায়গায় জল পরিষেবা ব্যাহত হবে, সেই এলাকাগুলি হল পিটিএস থেকে গড়িয়াহাট, গার্ডেনরিচ, চেতলা, নিউআলিপুর, কালীঘাট, হাজরা, তপসিয়া, তিলজলা-সহ বিস্তীর্ণ এলাকায়। শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কলকাতা পুর এলাকার কালীঘাট, রানিকুঠি, গড়ফা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী-সহ একাধিক এলাকার পাম্পিং স্টেশনগুলি বন্ধ থাকবে। ফলে ওই সময়ের জন্য পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পাবেন না যাদবপুর, টালিগঞ্জ, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকার মানুষ।
আরও পড়ুনঃ ৮০০, ৯০০ অতীত! এবার মাত্র ৫০০ টাকায় মিলবে LPG সিলিন্ডার, হয়ে গেল বড় ঘোষণা
কেন এই সময়কেই বেছে নিল কলকাতা পুরসভা?
আসলে প্রতি বছর গরমের সময় জল নিয়ে নানা দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। বরাবরই নানা অভিযোগ করা হয় কলকাতা পুরসভার বিরুদ্ধে। তাই এবার শীতকালেই সমস্ত সমস্যা নির্মূল করতে চলেছে পুরসভা। আর পাইপ রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে শীতকালকে বেছে নেওয়ার অন্যতম মূল কারণ হল এই সময় মানুষের জলের চাহিদা তুলনামূলকভাবে কম থাকে। বিভিন্ন জায়গায় জলের চাপও কম থাকে। তাই আগামীকাল এবং রবিবার গার্ডেনরিচ জলপ্রকল্পে কিছু কাজ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |