Indiahood-nabobarsho

বড় খবর! নিয়োগকাণ্ডে এবার রাজ্য সরকারকে দু’সপ্তাহ সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ সালে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। তার পর থেকেই জেলবন্দি পার্থ। শুধু তাই নয় পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধারও করা হয়। যা ঘিরে শোরগোল পড়ে যায়। সবমিলিয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁর গ্রেপ্তারি রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। কিন্তু সেই চাপ আরও বাড়ল। নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে বড় নির্দেশ দিল। বেঁধে দেওয়া হল সময়সীমা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একাধিকবার অনুরোধ করলেও মেলেনি উত্তর

দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় সহ-অভিযুক্তদের ট্রায়াল শুরু করার অনুমোদন নিয়ে বেশ সমস্যায় পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এবার সেই অভিযোগের ভিত্তিতেই আজ রাজ্যের প্রতি কড়া বার্তা দিল শীর্ষ আদালত। সূত্রের খবর, সিবিআই-এর পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, কলকাতা হাই কোর্ট একাধিকবার রাজ্য সরকারকে অনুমোদনের জন্য অনুরোধ করেছে, কিন্তু তাও রাজ্য কোনও সিদ্ধান্ত নেয়নি। এতে তদন্ত ও বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রিতা পাচ্ছে বলে দাবি করেন তিনি।

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

এরপরই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বলেন, “দেখি আমাদের নির্দেশ পালন করে কি না রাজ্য।” তারপরই আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে অনুমোদন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর অনুমোদন মিললেই ট্রায়াল পর্ব শুরু হবে। যদিও এর আগে পার্থ চট্টোপাধ্যায় ইডি-র করা মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও, সিবিআই-এর করা মামলায় জামিন না পাওয়ায় এখনও জেলেই রয়েছেন। তবে শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি এবং শিক্ষা দফতরের পাঁচ জন আধিকারিককে গ্রেফতার করেছিল সিবিআই। সেই কারণে সিবিআই মামলায় জামিন চেয়ে পার্থ চট্টোপাধ্যায়হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের মধ্যে এই মামলা নিতে মতানৈক্য হওয়ায় মামলাটি সমাধান হয়নি। ফলে শেষ পর্যন্ত বিষয়টি পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার, এই মামলাটি বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চে ওঠে। এবং সব পক্ষের মন্তব্য শুনে আগামী ১৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ ২৬ বছর পর বদলা নিল ভারত! পাকিস্তানে নিকেশ কান্দাহার বিমান অপহরণের মূল মাথা আজহার

কবে শুনানি?

এছাড়াও সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী ১৭ জুলাই পার্থ চট্টোপাধ্যায়-সহ সমস্ত অভিযুক্তদের জামিনের আবেদন শুনবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। ইতিমধ্যে পার্থের ক্ষেত্রে সিবিআই তদন্তের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন মিলেছে। বাকিদের ক্ষেত্রে অনুমোদন দেওয়ার কথা রাজ্যের মুখ্যসচিবের। এবার দেখার পালা বাকি আধিকারিকদের ট্রায়াল নিয়ে কী সিদ্ধান্ত জানায় মুখ্যসচিব।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group