অনগ্রসর ছাত্র, ছাত্রীরা পাবে ৪৮০০ টাকা! রইল পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপে আবেদনের পদ্ধতি

Published on:

sc st merit scholarship 2024

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে এখনও অনেক গরীব মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে যারা আর্থিক পরিস্থিতি স্বাভাবিক না থাকায় বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। এবং পরিবারে আর্থিক সাহায্য করতে দিনমজুরের কাজে নিজেদের নিয়োগ করেছে। এই দুস্থ ছাত্র ছাত্রীদের মধ্যে SC ST- রাও অন্তর্ভুক্ত রয়েছে। আর তাই সমাজের পিছিয়ে পড়া স্তরের ছাত্র-ছাত্রীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একইভাবে এক বিশেষ মেরিট স্কলারশিপ এর আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে সেই স্কলারশিপের নাম হল ওয়েসিস স্কলারশিপ। আজকের প্রতিবেদনের মাধ্যমে একনজরে দেখে নেওয়া যাক এই স্কলারশিপের আবেদন পদ্ধতি সম্পর্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা কী কী? | Oasis Scholarship 2024 |

এই স্কলারশিপে আবেদন করার জন্য বেশ কিছু যোগ্যতার প্রয়োজন। সেই সকল নির্দেশিত যোগ্যতা থাকলেই একমাত্র সে এই প্রকল্পের আর্থিক সাহায্য পেতে পারবে। একনজরে দেখে নেওয়া যাক যোগ্যতাগুলি।

  1. এই স্কলারশিপে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. যে সকল পড়ুয়ারা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তাদেরকেই এই প্রকল্পের অর্থ প্রদান করা হবে।
  3. পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৩৬ হাজার টাকার কম হতে হবে।
  4. স্কলারশিপ পাওয়ার জন্য SC ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় ৬০ শতাংশ এবং ST ছাত্র-ছাত্রীদের জন্য ৪৫ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

কত টাকা দেওয়া হবে স্কলারশিপে?

এই স্কলারশিপের জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের প্রতিমাসে ৪০০ টাকা করে পড়াশোনার খরচ হিসাবে দেওয়া হবে। অর্থাৎ বছরে ৪৮০০ টাকা। এই স্কলারশিপটি শুধুমাত্র মেধার ভিত্তিতে প্রদান করা হয় এবং প্রত্যেক বছর একটি নির্দিষ্ট সংখ্যক ছাত্র-ছাত্রীকে এই সুযোগ দেওয়া হয়। বর্তমানে, রাজ্যের ৪১০ জন SC এবং ৪১০ জন ST ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের সুবিধা পেয়ে থাকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রয়োজনীয় তথ্য

এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী ছাত্র ছাত্রীদের আধার কার্ড, নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কাস্ট সার্টিফিকেট, পরিবারের ইনকাম সার্টিফিকেট, এবং রেজাল্টের জেরক্স কপি দরকার পড়বে এই আবেদন পত্র পূরণের জন্য।

মেরিট স্কলারশিপে আবেদন করার পদ্ধতি | Oasis Scholarship Apply Process |

এই স্কলারশিপের আবেদন পদ্ধতি অনলাইন মোডে হবে না। শুধুমাত্র অফলাইন মোডে হবে। আবেদন ফর্মের জন্য আবেদনকারীকে নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করতে হবে। স্কুল থেকে এই ফর্ম সংগ্রহ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে তা জমা করতে হবে অফিসে।

আবেদন জমা দেওয়ার তারিখ | Oasis Scholarship 2024 Apply Last Date |

এই স্কলারশিপে আবেদন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো শেষ তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন স্কুল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২৩ জুলাই তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা বললেও এখনও আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group