চলছে জোর তোরজোড়, কবে নাগাদ বেরোচ্ছে SSC-র ফল? আভাস দিলেন খোদ চেয়ারম্যান

Published:

School Service Commission
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১৬ সালের এসএসসি (School Service Commission) পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। যার জেরে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল। এতে প্রায় ২৬০০০ কর্মীর চাকরি চলে যায়, স্বাভাবিকভাবেই নানা মহলে মুখ পুড়েছিল শিক্ষা দফতরের। নড়ে গিয়েছিল শিক্ষা ব্যবস্থা। রাজ্য জুড়ে নিজেদের হকের চাকরি দাবির লড়াইয়ে আন্দোলনে নেমেছিল অসংখ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। শেষে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবং সেই মতো করে এসএসসি নতুন নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করে।

৯ বছর পর নির্বিঘ্নে মিটেছে SSC পরীক্ষা

চলতি বছর গত ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। ৯ বছর পর নির্বিঘ্নে মিটেছে সেই এসএসসির পরীক্ষা। পরীক্ষা দিয়েছেন লাখ লাখ চাকরিপ্রার্থী। দু’দিনে মোট সেই সংখ্যাটা দাঁড়ায় ৫,৬৫,০০০ জন। এর মধ্যে ৩১ হাজার ভিনরাজ্যের চাকরিপ্রার্থী ছিলেন। পরীক্ষার ব্যবস্থাপনা দেখে ভিনরাজ্যের চাকরিপ্রার্থীদের খুশি হতেও দেখা গিয়েছিল। আসলে এবছর বয়সের ক্ষেত্রে ‘সীমাহীন’ ছাড় থাকায় ২০১৬ সালের ‘যোগ্য’ প্রার্থীরা ছাড়াও এই পরীক্ষায় বসতে দেখা যায় অন্য চাকরিপ্রার্থীদেরও। আর এবার সেই পরীক্ষার ফলাফল নিয়ে বড় আপডেট দিল স্কুল সার্ভিস কমিশন।

ফল প্রকাশ নিয়ে বড় আপডেট এসএসসির

সম্প্রতি এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে যে, শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল নভেম্বরের প্রথম সপ্তাহে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ‘‘নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চালাচ্ছি।’’ ইতিমধ্যেই পরীক্ষার মডেল উত্তরপত্রও আপলোড করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। মডেল উত্তরপত্রের আবেদন জমার পর সঠিক উত্তর চলতি মাসের তৃতীয় সপ্তাহে আপলোড হওয়ার কথা জানা গিয়েছে। এরপর নভেম্বরেই শুরু হতে পারে ইন্টারভিউ প্রক্রিয়া। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া।

আরও পড়ুন: কর্মসূচি ভুলে মাইথনে জল ছাড়ার ছবি তুলতে ব্যস্ত তৃণমূলকর্মীরা! ফাঁকা সভায় বক্তৃতা মন্ত্রীর

উল্লেখ্য, মডেল উত্তরপত্র প্রকাশ নিয়ে এসএসসি-র এক আধিকারিক জানিয়েছেন, গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছেন চাকরিপ্রার্থীরা। সব মিলিয়ে মোট ৫৩৪টি আবেদন জমা পড়েছে। এই আবেদনগুলি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের দেওয়া সঠিক উত্তরগুলি চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। এরপরই স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্পন্ন হতে চলেছে। সম্পূর্ণ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক করছে বলে জানিয়েছে এসএসসি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join