শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন করে পোয়া বারো হতে চলেছে রাজ্যের স্কুল শিক্ষকদের। বিশেষ করে যারা প্রাথমিক স্কুলের শিক্ষক, শিক্ষিকা আগামী ২০২৫ সাল থেকে অতিরিক্ত ছুটি পাবেন। ইতিমধ্যে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা এ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। আর সেই বৈঠকে স্থির হয়, আগামী বছর থেকে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে বাড়তি ছুটি দেওয়া হবে। আর এর মানেই হল স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও বাড়তি ছুটি পেয়ে যাবেন। কিন্তু আচমকা কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হল সেটাই ভাবছে নিশ্চয়ই? তাহলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি।
২০২৫ সাল থেকে মিলবে বাড়তি ছুটি
মূলত রাজ্যের স্কুলগুলিতে এবার ছুটি নিয়ে বৈষম্য দূরে করতে বিরাট পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দফতর। রাজ্যের স্কুলগুলিতে ছুটি নিয়ে রাজ্য সরকার যথেষ্ট বৈষম্য করছে বলে অভিযোগ তোলা হয়েছে। নিশ্চয়ই ভাবছেন যে এরকম বৈষম্যের অভিযোগ কেন উঠল? তাহলে খুলে বলা যাক বিষয়টা। আসলে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই রাজ্যের কয়েকশো প্রাথমিক স্কুল খুলে গিয়েছে। স্কুলে ফিরতে শুরু করেছে পড়ুয়ারা। অথচ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলির দরজা এখনো অবধি বন্ধ।
বলা হচ্ছে, আসলে গ্রীষ্মের ছুটি নিয়ে প্রাথমিক স্কুলের সঙ্গে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সমতা থাকলেও বৈষম্য থাকছে পুজোর ছুটিতে। তবে এবার এই বিষয়টি রুখতেই বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার বলে খবর।
পোয়া বারো শিক্ষক-শিক্ষিকাদের
রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুল লক্ষ্মী পুজোর দু’দিন পর থেকে ও কালীপুজোর আগে পর্যন্ত খোলা ছিল। ওই সময়ে ৯৯৯১টি মাধ্যমিক ও ৬৭৭১টি উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ ছিল। ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা চাপা অসন্তোষ কাজ করছে। আসলে শিক্ষাবর্ষ হিসেবে, বড়দের চেয়ে ছোটরাই এ বার বেশি দিন ক্লাস পাচ্ছে। এই নিয়ে এক চাপা অসন্তোষ সকলের মধ্যেই তৈরী হয়েছে। এদিকে সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ, শিক্ষা দপ্তর এবং চেয়ারম্যানদের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে জানানো হয়, আগামী ২০২৫ শিক্ষাবর্ষ থেকে হাইস্কুলের মতই প্রাথমিক স্কুলেও পুজোর ছুটি টানা ১ মাস থাকবে। আরও যা জানা যাচ্ছে, তাতে গরমের ছুটি মে মাসের শেষের দিকে দেওয়া হবে এবং এপ্রিলের প্রথমে সব স্কুল মর্নিং শুরু হবে। অর্থাৎ স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও বাড়তি ছুটি পেয়ে যাবেন।