এবার দুয়ারে স্কুল! স্কুলছুটদের বিদ্যালয়মুখী করতে বিরাট উদ্যোগ মালদায়

Published on:

Malda

প্রীতি পোদ্দার, মালদা: রাজ্য সরকার সাধরণের কথা ভেবে এবং সরকারী প্রকল্পগুলিকে সমাজের নিম্নস্তরে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিল। যার দৌলতে একাধিক সুবিধা হয়েছিল রাজ্যবাসীর। আর সেই সুবিধাকে কাজে লাগিয়ে মালদার (Malda) এক সরকারী স্কুল এক নয়া উদ্দেশে নিয়ে আসল এক অভিনব পরিষেবা। দুয়ারে দুয়ারে সরকারী প্রকল্পের সুবিধার পাশাপাশি মিলতে চলেছে দুয়ারে স্কুল।

ঘটনাটি কী?

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া-১ ব্লকের ভাদো বিএসবি হাইস্কুল। বেশ কয়েক মাস ধরে ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রারের খাতা খুললে দেখা যাচ্ছে প্রতিটা শ্রেণীতে স্কুলছুটদের সংখ্যা বেড়েই চলেছে। তাই তাঁদেরকে স্কুলমুখী করে তুলতে এক অভিনব উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ। এদিন ওই ব্লকের বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের খোঁজ নিলেন স্বয়ং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সরিফুল ইসলাম। সঙ্গে ছিলেন সহকারি শিক্ষক নাজিমুদ্দিন, মনিরুজ্জামান, সেতাবুর রহমান, হারুন শেখ, ফজলুল হক প্রমুখ। কেন বিদ্যালয়ে ক্লাস করতে যাচ্ছে না পড়ুয়ারা তাই নিয়ে সরাসরি প্রশ্ন করা হচ্ছে। এমনকি ছাত্রছাত্রীদের এত সুযোগসুবিধা দেওয়ার পরেও কী কারণে দিনের পর দিন তারা বিদ্যালয়মুখী হচ্ছে না তাও জানতে চাওয়া হচ্ছিল।

এদিন পুরো এলাকা জুড়ে রতুয়া-১ ব্লকের ভাদো বিএসবি হাইস্কুল সমীক্ষা করেন আর সেই সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে একাধিক পড়ুয়ার স্কুল ছুটির ঘটনা। আর মূল কারণ হিসেবে উঠে এসেছে নিম্নমুখী আর্থসামাজিক অবস্থা। স্থানীয় কলেজ শিক্ষক ড. হারুন অল রশিদ জানিয়েছেন যে, অধিকাংশ পড়ুয়া নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের, তাই সংসারের হাল ধরার জন্য বাধ্য হয়ে ইচ্ছে থাকলেও ছাড়তে হয়েছে পড়াশোনা। এবং কাজে নামতে হয়েছে। ফলে দিনের পর দিন বেড়েই চলেছে স্কুলছুটের সংখ্যা। এদিন অভিভাবকদের সঙ্গে বৈঠক এর আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই বৈঠকে আবার একাধিক পড়ুয়ার অনুপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

পাড়ায় পাড়ায় বিদ্যালয়ে আসার ক্যাম্প

শেষে বাধ্য হয়ে স্কুলে পড়ুয়াদের উপস্থিতি বাড়াতে রীতিমতো টোটোয় ফ্লেক্স টাঙিয়ে মাইক বাজিয়ে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে অভিভাবকদের অনুরোধ করলেন রতুয়া-১ ব্লকের ভাদো বিএসবি হাইস্কুলের শিক্ষকেরা। ছেলে মেয়েদের স্কুল পাঠানোর জন্য অনুরোধ করার পাশাপাশি প্রচার করলেন সরকারি নানা প্রকল্পের সুযোগ-সুবিধার কথাও। সেই প্রচারে অনেকে সাড়া দিয়েছে। তাই আশা করা যাচ্ছে বিদ্যালয়ে ছাত্রী ছাত্রীদের উপস্থিতি আরও বাড়বে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ দোষী সাব্যস্ত হতেই অসুস্থ বর্ধমান তৃণমূলের সভাপতি কাকলি-সহ তিন, ভর্তি হাসপাতালে

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥