গরমের ছুটির পর আগামীকালই খুলছে স্কুল, তার আগে বড় বৈঠক প্রশাসনের

Published:

Summer Vacation
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের ছুটি (Summer Vacation) কাটিয়ে স্কুল খোলার তোড়জোড় শুরু হয়েছে। পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সবার মনেই সংশয়, যে কবে খুলছে স্কুলের দরজা? আর ঠিক তখনই বর্ষার ঘনঘটা লক্ষ্য করে সজাগ হলো গাজোল ব্লক প্রশাসন। হ্যাঁ, স্কুল খোলাতে যাতে কোনোরকম বিপত্তি না ঘটে, তার জন্য বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রশাসনের আধিকারিকরা।

জুনেই খুলছে স্কুল

গরমের ছুটি কাটিয়ে জুন মাসের প্রথম সপ্তাহে গাজোল এলাকার সমস্ত প্রাথমিক বিদ্যালয় খুলছে বলে স্থানীয় সূত্র মারফত খবর। কিন্তু এর মধ্যেই নামছে বর্ষা। ফলে বৃষ্টির জলে স্কুল প্রাঙ্গণ বা ক্লাসরুমে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কায় আগে থেকেই তৎপর হয়েছে ব্লক প্রশাসন।

সূত্রের খবর, ব্লক ডেভেলপমেন্ট অফিসার সুদীপ্ত বিশ্বাস এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক সৌরভ দত্তের নেতৃত্বে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। আর সেখানে অংশগ্রহণ করেন শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, স্বাস্থ্য, প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধিরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সুরক্ষাতেও নজর

প্রসঙ্গত গাজোল সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত রায় জানিয়েছেন যে, স্কুল খুললেই ক্যাম্পাস, ক্লাসরুম, রান্নাঘর ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। বর্ষার সময় যাতে কোনোরকম বিদ্যুৎ-এর তার পড়ে না থাকে, সেদিকেও বিশেষ নজর রাখতে হবে।

এর পাশাপাশি মিড-ডে মিলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে রাঁধুনিদের কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে। এমনকি স্কুলগুলির বাচ্চারা ইলেকট্রিক বোর্ড বা তারের সংস্পর্শে যাতে কোনোভাবেই না আসে, সেদিকেও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরকে। 

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে জামাইষষ্ঠীতে অনেকটাই কমল সোনা, রুপোর দাম! আজকের রেট

ফেরিঘাট এবং নিচু এলাকাতেও বাড়তি নজর

শুধু স্কুল প্রাঙ্গন নয়। বর্ষের সময় নিচু এলাকাতে বিদ্যুতের তার পড়ে থাকা বা জল জমে যাতায়াতের সমস্যা তৈরি হওয়া, এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে বিদ্যুৎ দপ্তরকে আগেভাগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফেরিঘাট পরিচালনাকারী সংস্থাকেও নির্দেশিকা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

এ বিষয়ে গাজোল ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক সৌরভ দত্ত বলেছেন, বর্ষা ঘনিয়ে আসছে। সেই উদ্দেশ্যে জেলা প্রশাসনের নির্দেশে ঘন্টাখানেক বৈঠক হয়েছে। পড়ুয়া, কৃষক এবং সাধারণ মানুষকে সুরক্ষিত ও সচেতন করার জন্যই এই বৈঠকের আয়োজন। সবদিক খতিয়ে দেখেই সমস্যাগুলি এড়ানো যাবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join