পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মসূত্রে হোক বা ভ্রমণের জন্য লোকাল ট্রেনকে সাধারণ তথা মধ্যবিত্তের লাইফলাইন বললে খুব একটা ভুল বলা হবে না। প্রতিদিন লক্ষাধিক মানুষ লোকাল ট্রেন ব্যবহার করেন কাজে পৌঁছানোর জন্য। তাই ট্রেনের পরিষেবায় ব্যাঘাত ঘটলেই মুশকিল। এদিকে গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই শিয়ালদহ-ডানকুনি লাইনে (Sealdah Dankuni Line) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবার প্রশ্ন উঠছে আজ সোমবার থেকে কি পরিষেবা ফের স্বাভাবিক হবে?
শিয়ালদহ-ডানকুনি লাইনে কী চালু হবে লোকাল ট্রেন পরিষেবা?
শিয়ালদহ-ডানকুনি লাইনে ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। সোমবার থেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করলেও গতকাল অর্থাৎ রবিবার রাত্রে পূর্ব রেলের তরফ থেকে নয়া ঘোষণা মিলেছে। জানা যাচ্ছে, আজ ভোর ৪টের মধ্যেই কাজ শেষ ওয়ার কথা ছিল। তবে তার আগেই হয়তো কাজ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে সোমবার থেকেই শিয়ালদহ-ডানকুনি রুটে পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা।
কতদূর এগিয়েছে কাজ?
সকাল হতে যেমনটা জানা যাচ্ছে, শেষের পথেই রয়েছে কাজ। তবে সবটা খতিয়ে দেখার পরেই ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই সিসিআর ব্রিজে নতুন গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে। লাইন পাতা ও ওভারহেড তার বসানোর কাজও শেষ। এবার রেলওয়ে ট্র্যাকে ব্যালাসিটিংয়ের কাজ চলছে, যেটা একেবারে শেষের দিকেই। বাকি কাজ সময়ের মধ্যেই শেষ হওয়ার কথা।
সোমবারে বাতিল শিয়ালদহ-ডানকুনি লোকালের তালিকা
আজ শিয়ালদহ-ডানকুনি লাইন চালু হলেও সমস্ত ট্রেন চলবে না। কিছু ট্রেন আজও বাতিল থাকছে। নিচে বাতিল ৪টি ট্রেনের তালিকা দেওয়া হলঃ
- ৩২২১১ শিয়ালদহ – ডানকুনি লোকাল ভোর ৪টে ৭ মিনিট
- ৩২২১৩ শিয়ালদহ – ডানকুনি লোকাল ভোর ৪ টে ৫৮ মিনিট
- ৩২২১২ ডানকুনি -শিয়ালদহ লোকাল ভোর ৫ টা ৩ মিনিট
- ৩২২১৪ ডানকুনি – শিয়ালদহ লোকাল ভোর ৫ টা ৫৩ মিনিটে ছাড়ে
আরও পড়ুনঃ আজই ফয়সলা, কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায়! DA নিয়ে বড় আপডেট
প্রসঙ্গত, রেলের তরফ হটকী বালিঘাট-বালিহল্ট রোডের CCR-15 ব্রিজের আধুনিকীকরণের জন্য ১০০ ঘন্টার মেগা ব্লক ঘোষণা করা হয়েছিল। গত বৃহস্পতিবার থেকেই সোমবার ভোর পর্যন্ত প্রায় ১০০০ জন শ্রমিক দিন-রাত কাজ করেছে। এই সময়ের মাঝেই পুরোনো গার্ডার ও ব্যালাস্ট কেটে বাদ দিয়ে তার বদলে নতুন গার্ডার ও ব্যালাস্ট বসানো হয়েছে। যেটা ব্রিজের স্থায়িত্ব আরও অনেকটা বাড়িয়ে দিল।