শিয়ালদা লাইনে ঘুরে বেড়াচ্ছিল ওরা দুজন! RPF ধরতেই বিরাট কুকীর্তি ফাঁস

Published on:

Sealdah Division

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে ভুয়ো টিকিট পরীক্ষকদের অথবা TTE-দের দৌরাত্ম্য রুখতে শিয়ালদা ডিভিশনে (Sealdah Division) অভিনব পন্থা চালু করেছিল রেল। আর সেটি হল বিশেষ ব্যাজ ব্যবস্থা। এই নতুন ব্যাজ ব্যবস্থার মাধ্যমে অনেকেই বুঝে যেতে পারবেন কোন জন আসল টিকিট পরীক্ষক। আর এবার সেই পরিষেবার মাধ্যমে একেবারে হাতে নাতে ধরা পড়ল দুই ভুয়ো টিকিট পরীক্ষক। যা যাত্রীদের মধ্যে সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ঘটনাটি কী?

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা ডিভিশনে প্রথম ঘটনাটি ঘটে শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার ৫৩১৭৫-এ। সঞ্জয় ঘোষাল নামে এক ব্যক্তি নিজেকে টিকিট পরীক্ষক বলে পরিচয় দিয়ে যাত্রীদের কাছ থেকে টিকিটের জরিমানা চাইতে থাকে। তখনই যাত্রীরা সেই ভুয়ো টিকিট পরীক্ষকের কাছ থেকে নতুন চালু হওয়া অফিসিয়াল ব্যাজ দেখতে চান, যে তিনি আদেও টিটিই কিনা। তখনই সেই ব্যক্তির চোখে মুখে ভয় নজরে আসে এবং সন্দেহজনক আচরণ করতে থাকেন। সব বুঝতে পেরে যাত্রীরা সঙ্গে সঙ্গে ডিউটিতে থাকা রেল কর্মীদের খবর দেন। এবং

ব্যাজ না পড়ায় সন্দেহ!

যদিও পড়ে জিজ্ঞাসাবাদে সেই ভুয়ো টিকিট পরীক্ষক জানান যে, সে একজন ভুয়ো ভিজিল্যান্স অফিসার ও টিটিই। তারপরেই তাঁকে আরপিএফ পোস্ট কৃষ্ণনগর সিটি জংশন-এ হস্তান্তর করা হয়। আরও একটি ঘটনা ঘটে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। সেখানেও ডিউটিতে থাকা কিছু টিটিই লক্ষ্য করেন, এক ব্যক্তি জোরপূর্বক যাত্রীদের কাছ থেকে টিকিট চাইছেন এবং নিজেকে রেলকর্মী বলে দাবি করছেন। তাঁর অতি আত্মবিশ্বাসী আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা তাঁর অফিসিয়াল ব্যাজ দেখতে চান রেল কর্মীরা। কিন্তু যেহেতু ওই ব্যক্তি ভুয়ো তাই তার সঙ্গে কোনো ব্যাজ ছিল না।

আরও পড়ুন: ঊর্ধ্বমুখী হয়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা! একদিনেই রাজ্যে সংক্রমিত ৪৪ জন

সঙ্গে সঙ্গে সেই ভুয়ো ব্যক্তিকে লক্ষ্মীকান্তপুর আরপিএফ -এর হাতে তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) শ্রী রাজীব সাক্সেনা বলেন, “এই ঘটনাগুলি প্রমাণ করে যে আমাদের নেওয়া পদক্ষেপ কতটা কার্যকর। নতুন ব্যাজ ব্যবস্থার মাধ্যমে সত্যিকারের টিটিইদের চিহ্নিত করা যেমন সহজ করেছে , ঠিক তেমনই সাধারণ যাত্রীরাও এখন ভুয়োদের শনাক্ত করে নিতে পারছেন নিজেরাই। অর্থাৎ সকল গ্রাহক নিজেদের রক্ষার্থে এখন অনেকটাই এগিয়ে রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥