ভিড়ে ঠাঁসাঠাসির দিন শেষ! শিয়ালদা ডিভিশনে বাড়ল ট্রেন, টাইমটেবিল দিল পূর্ব রেল

Published on:

Sealdah Division

প্রীতি পোদ্দার, কলকাতা: আর ভিড়ে ঠেলাঠেলি করে লাভ নেই! এবার অফিস টাইম শান্তি মনে যেতে পারবেন গন্তব্যে! যাত্রীদের সুবিধার্থে এবার বড় পদক্ষেপ নিল শিয়ালদা ডিভিশন (Sealdah Division)। জানা গিয়েছে অফিস টাইমে উপচে পড়া ভিড় সামলাতে শিয়ালদা দক্ষিণ শাখায় নতুন দু’টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরও একটি ট্রেনের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ট্রেনের সংখ্যা বাড়াল রেল!

শিয়ালদা দক্ষিণ ডিভিশনের রেল সূত্রে জানা গিয়েছে যে প্রায় প্রতিদিন সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে প্রচুর যাত্রী যাতায়াত করেন। তাই ভিড়ের চাপ মেটাতে তিনটি নতুন EMU ট্রেন এই রুটগুলিতে চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সময়সূচি প্রকাশ্যে এনেছে রেল।

সময়সূচি অনুযায়ী জানা গিয়েছে ভোর ৫ টায় একটি EMU স্পেশাল ট্রেন সোনারপুর থেকে রওনা দেবে এবং সকল ৬ টা বেজে ৫ মিনিটে এই ট্রেন পৌঁছাবে ডায়মন্ড হারবারে। দ্বিতীয় ট্রেনটি আবার চলবে ডায়মন্ড হারবার থেকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

১০ মিনিট এগিয়ে আনা হল ট্রেনের সময়!

প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার থেকে প্রতিদিন এই ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটের সময় ছাড়বে এবং বালিগঞ্জের এসে পৌঁছবে সকাল ৭টা ৫৬ তে। আবার বালিগঞ্জের থেকে ছাড়বে সকাল ৮ টা ১৪ মিনিটে এবং সোনারপুর পৌঁছাবে সকাল ৮ টা ৩৩ মিনিটে।

পাশাপাশি ৩৪৮৮২ নম্বর সোনারপুর ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটির সময়সীমাও এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগে এই ট্রেনটি ৪টে ৫০ মিনিটে সোনারপুর থেকে ছাড়ত। এবার সেই ট্রেনটি ছাড়বে ৪টে ৪০মিনিট নাগাদ। এবং ডায়মন্ড হারবারে পৌঁছব ৫ টা ৪৫ মিনিট নাগাদ।

আরও পড়ুন: অযোগ্যরা পরীক্ষায় কেন! সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে রাজ্যের জবাব চাইল হাইকোর্ট

কী বলছেন রেল বিভাগের আধিকারিক?

নতুন ট্রেন পাওয়াতে বেশ খুশি যাত্রীদের একাংশ। এই প্রসঙ্গে শিয়ালদা রেল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, সকালের দিকে ডায়মন্ড হারবার লাইনে অনেক যাত্রীদের চাপ থাকে। তাই এই নতুন তিনটি EMU চালু হলে সেখানকার যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে।

পাশাপাশি বালিগঞ্জগামী যাত্রীরা বিশেষ উপকৃত হবেন। কিছুদিন আগে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ রুটে ৫টি নতুন EMU ট্রেন চালু করেছে শিয়ালদা বিভাগ। যা নিয়ে বেশ প্রশংসিত রেল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group