প্রীতি পোদ্দার, কলকাতা: প্রযুক্তিগত উন্নতি এতটাই দিনের পর দিন ঊর্ধ্বমুখী হয়ে চলেছে যে, তার সঙ্গে পাল্লা দিতে বিভিন্ন নিয়মের আমূল পরিবর্তন করা হচ্ছে। যার মধ্যে অন্যতম হল অনলাইন পরিষেবা। এখন ব্যাঙ্কের থেকে টাকা তোলা থেকে শুরু করে দোকানে সামান্য ৫ টাকার জিনিস কিনতে গেলেও অনলাইনে পেমেন্ট করা যাচ্ছে। আবার রেলের টিকিটের ক্ষেত্রেও রয়েছে অনলাইন পরিষেবা। আগে শুধুমাত্র লাইনে দাঁড়িয়েই ট্রেনের টিকিট কাটতে হত। কিন্তু এখন বিশেষ অ্যাপের মাধ্যমে টিকিট কাটার সুবিধা রয়েছে। সঙ্গে রয়েছে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনও। কিন্তু তার পরও বিনা টিকিটে যাতায়াতের প্রবণতা আটকানো যাচ্ছে না।
ভারতীয় রেল যাত্রীদের সুবিধার্থে একের পর এক নানা পরিবর্তন এনে চলেছে। টিকিট পরিষেবা থেকে শুরু করে ট্রেন পরিষেবা এখন সবটাই বেশ মসৃণ হয়েছে। কিন্তু এত সুবিধা থাকা সত্ত্বেও অনেকেই নিয়ম মেনে টিকিট কাটছে না। বারংবার পূর্ব রেলের তরফে আবেদন জানানো হয় যে সকলে যেন টিকিট কেটে সসম্মানে যাতায়াত করেন। কিন্তু কেউই সেই নির্দেশ ঠিকভাবে পালন করে না। তাইতো প্রতিটা স্টেশনে যাত্রীদের টিকিট চেকিং করার জন্য টিকিট পরীক্ষক নিয়োগ করা হয়েছে। আর তার ফলে প্রতিদিনই প্রায় কম বেশি সংখ্যক যাত্রীরা বিনা টিকিটে ধরা পড়ে।
একদিনেই ৫৮৮ টি মামলা রুজু শিয়ালদহ ডিভিশনে
সম্প্রতি হাওড়া-শিয়ালদহ লাইনে টিকিট চেকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত কড়াকড়ি শুরু হয়েছে। যদি কেউ টিকিট না কেটে ট্রেনে যাতায়াত করতে দেখে তাঁকে সঙ্গে সঙ্গে হাতেনাতে ধরে ফেলছে টিকিট পরীক্ষকরা। আর তাতে ক্ষতিপূরণ হিসেবে নেওয়া হচ্ছে বাড়তি রাজস্ব। এরকম ভাবেই বিনা টিকিট কেটে ট্রেনে ওঠা যাত্রীদের উচিত শিক্ষা দিতে একই ফাঁদ পেতেছে শিয়ালদহ-বনগাঁ শাখা। আর এই পদ্ধতি প্রয়োগ করে ওই শাখাতে মাত্র একদিনেই বিনা টিকিটের যাত্রা ও বুকিংহীন লাগেজে সফরের অপরাধে মোট ৫৮৮টি মামলা রুজু করে শিয়ালদহ ডিভিশন।
জরিমানা উঠল লাখেরও বেশি
রিপোর্ট সূত্রে জানা গিয়েছে সেই সকল অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে জরিমানা খাতে রেল আইন অনুযায়ী, মোট ১ লক্ষ ৫৭ হাজার ৭৫৫ টাকা আদায় হয়েছে। তাই বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে জরিমানা এড়ানোর জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সাধারণ মানুষকে উপযুক্ত বৈধ টিকিট এবং বৈধ পরিচয়পত্র সঙ্গে নিয়ে ভ্রমণ করার জন্য সচেতন করা হচ্ছে। এছাড়াও অনলাইনে টিকিট কাটার পরমার্শও দেওয়া হচ্ছে।
ইস্টবেঙ্গলের ধমকেই হল কাজ? অবশেষে ডার্বি নিয়ে সিদ্ধান্ত নিল মোহনবাগান