নসিপুর ব্রিজ দিয়ে ছুটবে উত্তরবঙ্গ যাওয়ার নয়া ট্রেন, বিজ্ঞপ্তি দিয়ে সময়সূচী জানাল রেল

Published:

New train to North Bengal to run via Nasipur Bridge
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার সরাসরি শিয়ালদা থেকে জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি থেকে শিয়ালদা অবধি ছুটবে ট্রেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। চমকের কিন্তু এখানেই শেষ নয়, এই ট্রেন ছুটবে সদ্য তৈরি হওয়া নসিপুর ব্রিজের (Nashipur) ওপর দিয়ে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

নসিপুর ব্রিজের ওপর দিয়ে ছুটবে দুরপাল্লার ট্রেন

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ জুন এই নসিপুর ব্রিজের ওপর দিয়ে ছুটবে উত্তরবঙ্গগামী ট্রেন। এদিন বিকেল ৪টে নাগাদ জলপাইগুড়ি রোড থেকে ইনোগ্রাল রান শুরু হবে সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির। এরপর সেটি নসিপুর ব্রিজ হয়ে শিয়ালদা ঢুকবে ভোর ৪:১৫ মিনিট নাগাদ। ২০২৪ সালের মার্চ মাসে নসিপুর রেল ব্রিজের উদ্বোধন হয়েছিল। উদ্বোধন হওয়ার পর থেকে ওই লাইনের উপর দিয়ে মালগাড়ি চালাচ্ছিল রেল। এরপর যাত্রীবাহী ট্রেন চলাচল করেছে। তবে এবার দূরপাল্লার ট্রেন চলার পালা। স্বাভাবিকভাবেই বেজায় খুশি সাধারণ মানুষ।

রেল সূত্রে আরও জানা যাচ্ছে, এই ট্রেন নিউ ফারাক্কা জংশন ,জঙ্গিপুর রোড ,আজিমগঞ্জ জংশন, বহরমপুর ,কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট জংশন ,নৈহাটি জংশন, এবং শিয়ালদায় স্টপেজ থাকছে। অর্থাৎ এবার এক ট্রেনেই রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে উত্তরবঙ্গে যাওয়া সম্ভব হবে।

ট্রেনের সময়সূচি

ট্রেন নম্বর ০৩১১৬ প্রতি শুক্রবার রাত ১১:৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর ১২:১৫ মিনিটে জলপাইগুড়ি রোড পৌঁছবে। পরের দিন, শনিবার রাত ৮:৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে রওনা দিয়ে রবিবার সকাল ৮:১০ মিনিটে পৌঁছবে শিয়ালদহ। ট্রেনে থাকবে ১৯টি কোচ, যার মধ্যে ১৬টি এসি থ্রি-টিয়ার। জেনারেল ও স্লিপার কোচ থাকবে কিনা সে বিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি। ট্রেনটি যাত্রাকালে নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি, কিষানগঞ্জ, বারসই, সামসি, মালদহ, নিউ ফরাক্কা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি, শিয়ালদহে থামবে বলে খবর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join