সপ্তাহ শেষে শিয়ালদায় ভোগান্তি, ২ দিন রুট বদল ও বাতিল একাধিক লোকাল, দেখুন তালিকা

Published on:

Sealdah Railway Division Local Train Cancelled

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন কাজে যাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ট্রেন ব্যবহার করেন। কোনো কারণে যদি ট্রেন বাতিল বা লেট হয় তাহলেই সমস্যায় পড়তে হয়। তবে এবার জানা যাচ্ছে দু দিনের জন্য বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। কোন লাইনে আর কতক্ষণ? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিয়ালদহ লাইনে বাতিল লোকাল ট্রেন | Sealdah Train Cancelled |

যেমনটা জানা যাচ্ছে শিয়ালদহ লাইনে (Sealdah Division) বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮ ও ৯ই ফেব্রুয়ারি মোট ৯ ঘন্টা বন্ধ থাকবে টেন পরিষেবা। বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজের কাজ চলবে বলে জানা যাচ্ছে। সেই কারণেই এই ট্রেন বন্ধ। তবে সমস্ত ট্রেন বাতিল করা হচ্ছে না কিছু ট্রেন ঘুরপথে চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। কোন ট্রেন বাতিল ও কোনগুলি যাবে ঘুরপথে? নিচে সেই তালিকা দেওয়া হল।

বাতিল লোকাল ট্রেনের তালিকা

  • ৩৪৮৬০ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল – ৮ ই ফেব্রুয়ারি
  • ৩৪৮৫৬ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল – ৮ ই ফেব্রুয়ারি
  • ৩৪৮৫৭ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল – ৮ ই ফেব্রুয়ারি
  • ৩৪৮১২ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল – ৯ ই ফেব্রুয়ারি
  • ৩৪৮১৫ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল – ৯ ই ফেব্রুয়ারি
  • ৩৪৮১৭ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল – ৯ ই ফেব্রুয়ারি
  • ৩৪৮২৩ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল – ৯ ই ফেব্রুয়ারি
  • ৩৪৮১২ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল – ৯ ই ফেব্রুয়ারি
  • ৩৪৮১৮ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল – ৯ ই ফেব্রুয়ারি
  • ৩৪৮২০ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল – ৯ ই ফেব্রুয়ারি
  • ৩৪৮৮২ সোনারপুর – ডায়মন্ড হারবার লোকাল – ৯ ই ফেব্রুয়ারি
  • ৩৪৮৯১ ডায়মন্ড হারবার – বারুইপুর লোকাল – ৯ ই ফেব্রুয়ারি

রুট পরিবর্তিত ট্রেনের তালিকা

  • ৩৪৮৫৪ ও ৩৪৮৫৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল মগরা হাট থেকে ছাড়বে।
  • ৩৪৮৫৮ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল ৮  তারিখ বারুইপুর এসে থামবে
  • ৩৪৮১১ ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ৯ ই ফেব্রুয়ারি বারুইপুর স্টেশন থেকে ছাড়বে
  • ৩৪৮১৮ ও ৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল ৯ তারিখ মগরা হাট থেকে বন্ধ থাকবে।
  • ৩৪৮১৪ ও ৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার লোকাল ৯ তারিখ মগরা হাট থেকে ছাড়বে।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group