শিয়ালদা স্টেশনে বসল বিশেষ মেশিন, এবার টিকিট ছাড়া ভ্রমণ আর নয়

Published on:

sealdah station

সহেলি মিত্র, কলকাতাঃ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা অপরাধ। রেলের তরফে বারবার এই বার্তা দেওয়া হয় যাত্রীদের। তবে তারপরেও এমন বহু মানুষ এমন রয়েছেন যারা কিনা দিব্যি রেলের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ট্রেনে ভ্রমণ করছেন। তবে আর এসব হবে না, কারণ রেলের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে মানুষ বাধ্য হবেন ট্রেনের টিকিট কাটতে। এমনিতে নিয়ম ভঙ্গকারীদের শায়েস্তা করতে রেলের তরফে কিছু না কিছু পদক্ষেপ নেওয়া হয়েই থাকে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। বিনা টিকিটে যাতে আর কেউ না ট্রেনে ভ্রমণ করতে পারে তার জন্য শিয়ালদা স্টেশনে বিশেষ মেশিন বসল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিশেষ মেশিন বসল শিয়ালদা স্টেশনে

এবার বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার ওপর রাশ টানতে বিরাট উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। শিয়ালদা স্টেশনে বসল মোবাইল UTS বা আনরিজার্ভড টিকিটিং সিস্টেম মেশিন। এই মেশিনের ফলে এবার সকলে খুবই সহজে ট্রেনের টিকিট কাটতে সক্ষম হবেন। ট্রেন ধরার চক্করে আর তাড়াহুড়ো করতে হবে না কাউকে বলে মত রেল আধিকারিকদের। মূলত এই উদ্যোগ নিয়েছেন শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিসিএম যশরাম মীনা ও ডিআরএম রাজীব সাক্সেনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই শিয়ালদহ স্টেশনে মোবাইল ইউটিএস পরিষেবা দিতে শুরু করেছে।

রেল যাত্রীদের জন্য নতুন নিয়ম

নতুন মেশিন প্রসঙ্গে রাজীব সাক্সেনা বলেন, ‘প্রযুক্তিনির্ভর এই পদক্ষেপ শিয়ালদহের যাত্রীবান্ধব ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যার মাধ্যমে এবার আরও আরামদায়ক যাত্রাপথ নিশ্চিত করা সম্ভব হবে।’ আপনিও কি রেল যাত্রী? নিশ্চয়ই ভাবছেন যে মেশিনটি কীভাবে কাজ করবে? তাহলে জানতে চোখ রাখুন নিচের লেখার ওপর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ TRP-তে ফেল, আসল রেজাল্টে পাশ! CBSE-র দ্বাদশে কত পেল পূবের ময়নার ঐশানী?

  • অতিরিক্ত টিকেটিং পয়েন্ট হিসেবে কাজ করে যাত্রীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে খুবই উপযোগী এই যন্ত্র।
  • মেশিনটি দ্রুত পরিষেবা দেওয়ায় যাত্রীরা অপেক্ষা না করেই দ্রুত টিকিট সংগ্রহ করতে পারছেন।
  • মোবাইল ইউটিএস মেশিনগুলি রিয়েল-টাইমে টিকিট বিক্রির তথ্য সরবরাহ করে। এগুলি যাত্রী পরিষেবায় সাহায্য করবে বলে জানাচ্ছে রেল।
  • এই মেশিন প্রয়োজন অনুসারে সহজেই স্থানান্তর করা যায়।
  • মোবাইল ইউটিএস মেশিনগুলোর মাধ্যমে যাত্রীরা লাইনে না দাঁড়িয়ে সহজে টিকিট কাটতে পারেন। বিশেষত প্রবীণ নাগরিক, মহিলা ও বিশেষ ভাবে সক্ষম যাত্রীরা এতে উপকৃত হবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group