শ্বেতা মিত্র, কলকাতা: হাওড়া, আসানসোল সহ ভারতের বেশ কিছু বড় বড় রেলস্টেশনকে পিছনে ফেলে এগিয়ে গেল শিয়ালদা (Sealdah Station)। এক কথায় পূর্ব রেলের শিয়ালদা স্টেশনের মুকুটে নয়া পালক জুড়ল। এমনিতে যত সময় এগোচ্ছে ততই যাত্রীদের কথা ভাবনাচিন্তা করে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে শিয়ালদা। তবে এবার শিয়ালদা স্টেশনের সঙ্গে এমন এক সাফল্য জুড়ল যা শুনলে বঙ্গবাসী হিসেবে গর্ব হবে আপনারও। সময় মেনে চলার ব্যাপারে এক লাফে অনেকটাই এগিয়ে গেল শিয়ালদা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
শিয়ালদা স্টেশনের মুকুটে নয়া পালক
সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। একদম টাইমটেবিল মেইনটেইন করে ট্রেন চলাচলের বিষয়ে দেশের সেরা পাঁচটি ডিভিশনের মধ্যে পূর্ব রেলের শিয়ালদা অনেকটাই এগিয়ে। একদম ঘড়ি ধরে সবকিছু পরিচালনা করার জন্য হাওড়া থেকে শুরু করে আসানসোল স্টেশনকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে শিয়ালদা। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করছেন। এশিয়ার অন্যতম ব্যস্ত রেল স্টেশনের মধ্যে এটি। সেখানে বিরাট নেটওয়ার্ক পরিচালনা করা মোটেও মুখের কথা নয়। তারপরেও শিয়ালদার মুকুটে এই নয়া পালক বিরাট বড় ব্যাপার।
সময়ানুবর্তিতায় এগিয়ে শিয়ালদা
আসলে সময়ে ট্রেন চলা নিয়ে দেশের ৪৯ টি ডিভিশনের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, হাওড়া ও আসানসোল যথাক্রমে ৪৫ ও ৪৪ নম্বরে জায়গা পেয়েছে। সেখানে পূর্ব রেলের আরো একটি ডিভিশন মালদা ৮০ শতাংশ সময়ানুবর্তিতায় বজায় রাখতে না পারার তালিকায় ঢুকতেই পারিনি। অন্যদিকে প্রায় একই অবস্থা দক্ষিণ-পূর্ব রেলেরও। এই রেলওয়ে জনের চারটি ডিভিশনের মধ্যে ৪০ নম্বরে রয়েছে রাঁচি ডিভিশন। বাকি তিনটি ডিভিশন হল খড়গপুর, আদ্রা ও চক্রধরপুর তালিকায় জায়গা পায়নি। দেশের ১৮টি রেলওয়ে জোনের ৭৩ টি ডিভিশনের মধ্যে ৮০ শতাংশ সময়ানুবর্তিতায় বজায় রাখতে পেরেছে এমন ডিভিশনের সংখ্যা ৪৯, তাদের নিয়েই সমীক্ষা চালানো হয় সম্প্রতি।
আরও পড়ুনঃ রেলওয়ে স্কুলে প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগ, পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি
সেরা ৫ হল ওয়েস্টার্ন রেলের ভাবনগর (৯৯. ৬%), সার্দান রেলের মাদুরাই (৯৯. ২%), ওয়েস্টার্ন রেলের রাতলাম (৯৮. ৯%), নর্থ রেলের বিকানের (৯৮. ১%) ও পূর্ব রেলের শিয়ালদা স্টেশন (৯৮%)। সেখানে পূর্ব রেলের একদম ‘লাস্ট বেঞ্চ’-এ রয়েছে আসানসোল (৮৬. ১) এবং হাওড়া (৮৫.৭%)।