শ্বেতা মিত্র, কলকাতা: শিয়ালদা (Sealdah) বিভাগের যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার সকলের যাতায়াত ব্যবস্থা আরও মাখনের মতো মসৃণ হতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, খুব শীঘ্রই বদলে যেতে চলেছে এশিয়ার অন্যতম ব্যস্ত শিয়ালদা স্টেশন। তৈরী হতে চলেছে নতুন এক জিনিস, যার দরুন উপকৃত হবেন স্টেশনে আগত যাত্রীরা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
বদলে যাচ্ছে শিয়ালদা স্টেশন!
প্রতিদিন কয়েক লক্ষ মানুষ ও শয়ে শয়ে ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে ছুটে চলেছে। এদিকে এত বিরাট নেটওয়ার্ক পরিচালন করা কিন্তু মুখের কথা নয়। এহেন অবস্থায় স্টেশন প্রাঙ্গণে যানজট কমানোর লক্ষ্যে, শিয়ালদহ ডিভিশনের কর্তৃপক্ষ শিয়ালদহ স্টেশনে প্রবেশ/প্রস্থান গেট এবং একটি সাবওয়ে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। শিয়ালদহ দক্ষিণ স্টেশনে পশ্চিম খাল রোড দিয়ে নতুন Entry ও Exit গেটটি খোলা হয়েছে যাতে ভিড় দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। নতুন গেটটি মূলত দুটি উদ্দেশ্য পূরণ করবে। বেলিয়াঘাটা রোড, শ্যামবাজার বা সল্টলেক থেকে আসা যাত্রীরা এখন ব্যস্ত এপিসি রোড এড়িয়ে সরাসরি পশ্চিম খাল রোড থেকে শিয়ালদহ স্টেশনে যেতে পারবেন।
কৌশলগত অবস্থানের কারণে এটি শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর জন্য যাত্রীদের হাঁটার দূরত্ব কমাতেও সাহায্য করবে। বিভাগীয় রেল কর্তৃপক্ষের জন্য, এই গেটটি বিশেষ করে ভিড়ের সময় এবং উৎসবের মরশুমে বিশাল ভিড় নিয়ন্ত্রণ করা সহজ করে তুলবে, যার ফলে পদদলিত হওয়ার মতো পরিস্থিতির ঝুঁকি হ্রাস পাবে। আরও, এটি শিয়ালদহ স্টেশন কর্তৃপক্ষকে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত সরিয়ে নিতে সহায়তা করবে এবং অতিরিক্ত নজরদারি পয়েন্ট এবং বর্ধিত পর্যবেক্ষণ প্রদান করবে।
তৈরী হবে সাবওয়ে
নতুন গেট ছাড়াও তৈরী হতে চলেছে একটি সাবওয়ে। রেল কর্তৃপক্ষ এখন শিয়ালদহ স্টেশনের সাথে শিয়ালদহ কোর্ট, বিআর সিং হাসপাতাল এলাকা এবং মেট্রো রেল নেটওয়ার্কের মধ্যে ভূগর্ভস্থ প্যাসেজওয়ে দিয়ে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনের জন্য আরও একটি সাবওয়ে তৈরী করতে প্রস্তুত, যা যাত্রীদের নিরাপদে এবং দক্ষতার সাথে চলাচল করতে সাহায্য করবে। রেলওয়ের মতে, সাবওয়েটি চালু হওয়ার ফলে যাত্রীদের শিয়ালদহের যানজটপূর্ণ এলাকা দিয়ে হেঁটে যাওয়ার প্রয়োজন হবে না, যার ফলে দুর্ঘটনা এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে।
Sealdah station is all set to get a renovated subway, for the sake of passenger convenience and seamless connectivity. The new subway will connect Sealdah station with Sealdah Court, B. R. Singh Hospital area and Metro Railway network by underground passageway enabling commuters pic.twitter.com/cppZRFWny9
— DRM Sealdah ERᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ (@drmsdah) March 24, 2025
এটি পথচারীদের ট্র্যাফিক এবং রেল ট্র্যাফিক থেকে পৃথক করে। রেল ব্যবহারকারীরা ভ্রমণের সময় কমিয়ে শিয়ালদহ স্টেশন এবং মেট্রো রেলের প্ল্যাটফর্মগুলিতে প্রবেশ করতে পারবেন। পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকার সম্প্রতি পরিদর্শন করেছেন এমন নতুন সাবওয়েটি বিভাগীয় রেল কর্তৃপক্ষের মতে, এটি একটি বায়ুচলাচল ব্যবস্থা দিয়ে তৈরি যা বায়ুর মান উন্নত করবে এবং প্যাসেজগুলিতে বায়ু দূষণের প্রভাব কমিয়ে আনবে। এতে করে প্রতিবন্ধী যাত্রীদের স্টেশনে চলাচলের জন্য র্যাম্পের মতো ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। সামগ্রিক যাত্রী অভিজ্ঞতা উন্নত করার জন্য সাবওয়েতে সাইনবোর্ড এবং পথ সন্ধান ব্যবস্থাও রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |