Indiahood-nabobarsho

প্রতি মিনিটে মিলবে আপডেট, শিয়ালদহ স্টেশনের লাইভ আপডেট দিতে নয়া অ্যাপ আনল রেল

Published on:

Sealdah Sub-Urban Tracking System App

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন কাজে যাওয়ার জন্য লোকাল ট্রেন ব্যবহার করেন লক্ষ লক্ষ মানুষ। নিত্যযাত্রীদের ক্ষেত্রে কোন ট্রেন কোথায় থামবে আর কোন ট্রেন কতটা লেট করতে পারে সেটা মোটামুটি জানা থাকলেও যারা কোন কারণে অচেনা রুটে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হয়। যদিও ট্রেন কোথায় আছে সেটা দেখার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। তবে সেটা ফেলে অফিসিয়াল অ্যাপ নয় তাই সব সময় একেবারে নির্ভুল তথ্য মেলে না। এই সমস্যার সমাধান আনল শিয়ালদহ রেলওয়ে ডিভিশন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যাত্রীসুবিধার্থে নয়া অ্যাপ চালু শিয়ালদহ রেলওয়ে ডিভিশনের

শিয়ালদহ রাজ্যের অন্যতম ব্যস্ত স্টেশনগুলোর মধ্যে অন্যতম। প্রতিদিন শত শত লোকাল ট্রেন বিভিন্ন রুটে যাতায়াত করেন ১৫ লক্ষ মানুষ। কোন ট্রেন কখন আর কত নম্বর প্লাটফর্মে আসবে। কোনটি গ্যালোপিং আর কোনটি অল স্টপ এই  সমস্ত তথ্য জানাতে এবার অ্যাপ নিয়ে হাজির রেল। হ্যাঁ ঠিকই দেখছেন এবার হাতের মুঠোয় থাকবে শিয়ালদহ স্টেশনের সমস্ত ট্রেনের একেবারে টাটকা তথ্য, যেটা যাত্রীদের অনেকটাই সুবিধা প্রদান করবে।

শিয়ালদহ সাবারবার্ন ট্র্যাকিং সিস্টেম | Sealdah Sub-Urban Tracking System or SSTS

হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন নতুন এই অ্যাপের নাম শিয়ালদহ সাবারবার্ন ট্র্যাকিং সিস্টেম। এই অ্যাপটি আপনি গুগুল প্লে স্টোর থেকেই ডাউলোড করে নিতে পারবেন। তারপর এতেই দেখা যাবে লোকাল ট্রেনের টাইমিং, কোন ট্রেন কত নাম্বার প্ল্যাটফর্মে আসবে থেকে সেটা কখন গন্তব্যে পৌঁছাবে সবটাই। এখানেই শেষ নয়, যদি কোনো কারণে কোনও ট্রেন বাতিল ঘোষণা করা হয় তাহলে সেটাও আপডেট হয়ে যাবে। ফলে আগে থেকে প্ল্যানিং করার জন্য কিছুটা  এসময় পাবেন যাত্রীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ হ্যাক হতে পারে ২৫০ কোটি Gmail, গ্রাহকদের সতর্ক করল Google, কীভাবে বাঁচাবেন নিজেকে?

নতুন অ্যাপে মিলবে লোকাল ট্রেনের খুঁটিনাটি

যেমনটা জানা যাচ্ছে, পূর্ব রেলের মোট চার ডিভিশনের মধ্যে শুধুমাত্র শিয়ালদহে অ্যাপটি চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে শিয়ালদহ শাখার তিনটি লাইন – নর্থ সাউথ ও মেন সমস্ত লোকালের আপডেট পাওয়া যাবে। সঠিক ট্রেনের অবস্থান ও তথ্য প্রদানের জন্য ইতিমধ্যেই ১২১টি রেকে জিপিএস সিস্টেম লাগানো হয়েছে। আগামী দিনে এই অ্যাপ প্রতিটা মানুষ ব্যবহার করবেন ও একদিকে যেমন সময় বাঁচবে তেমনি ট্রেন ধরতে অনেকটা সুরাহা হবে বলেও আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group