Indiahood-nabobarsho

১৬০ কিমি গতিতে শিয়ালদা থেকে ছুটবে বন্দে ভারত স্লিপার! কোন রুটে? জানুন ভাড়া

Published on:

sealdah vande bharat

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। আর এই সুখবর রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে। দীর্ঘ প্রতীক্ষিত এই বন্দে ভারত স্লিপার ট্রেন দেশে ছুটবে। শুরু হয়ে গিয়েছে কাজ। সবথেকে বড় কথা, এই ট্রেনের কমপক্ষে ৮০টি কোচ পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার একটি প্লান্তে তৈরি হবে বলে খবর। তবে সকলে আরও একটু বেশি অপেক্ষা করছেন এই ট্রেনের রুট সম্পর্কে জানতে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হাওড়া ও শিয়ালদা থেকে ছুটবে এই ট্রেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। যদিও এই বিষয়ে রেলের তরফে পাকাপাকিভাবে কিছু ঘোষণা করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শিয়ালদা থেকেও ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন?

বিইএমএল দ্বারা নির্মিত, বন্দে ভারত স্লিপার ট্রেন যে উদ্বোধন হবে সে ব্যাপারে ২০২৪ সালের সেপ্টেম্বরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছিলেন। ইতিমধ্যে ট্রেনটি কেমন দেখতে হবে সেটির অন্দরমহলের ছবি অবধি শেয়ার করা হয়েছে রেলের তরফে। যাইহোক, এই ট্রেন চালু হয়ে গেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধার ক্ষেত্রে একটি নতুন রেকর্ড হবে। দিল্লি, হাওড়া-সহ একাধিক রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের পরে শিয়ালদহ-নয়াদিল্লি-শিয়ালদহ বন্দে ভারত স্লিপার ট্রেনটি এই রুটের তৃতীয় প্রিমিয়াম ট্রেন হবে।

বন্দে ভারত স্লিপার ট্রেনটি প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেসের চেয়ে ভালো ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। এই ট্রেনটি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতিতে চলতে সক্ষম এবং উচ্চ গড় গতিতে চলতে সক্ষম, যা রাতের ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলবে। সূত্রের খবর, শিয়ালদহ থেকে নয়াদিল্লি বন্দে ভারত স্লিপার ট্রেনটি চালু হলে ১৫ ঘণ্টায় ১৪৫৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বন্দে ভারত স্লিপার ট্রেনটি ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলার জন্য ডিজাইন করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কোন কোন স্টেশনে থামবে, ভাড়া কত?

এবার আসা যাক ট্রেনটি কোন কোন স্টেশনে থাকবে এবং ভাড়াই বা কত হবে সে ব্যাপারে। যাত্রাকালে ট্রেনটি আসানসোল জংশন, ধানবাদ জংশন, গয়া জংশন, ডিডি উপাধ্যায় জংশন এবং কানপুর সেন্ট্রালের মতো প্রধান স্টেশনগুলিতে থামবে। শিয়ালদহ থেকে নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ১৬টি কোচ থাকবে। এগুলো হলো- ১১টি এসি থ্রি টিয়ার কোচ, ৪টি এসি টু টায়ার কোচ এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ। এসি থ্রি-টায়ার কোচে ভ্রমণের ভাড়া প্রায় ৩২০০ টাকা, এসি ২-টায়ার কোচের ভাড়া ৪২০০ টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া ৫৩০০ টাকার কাছাকাছি হবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভারতের সাথে ব্যবসা বন্ধ করাই হল কাল! ভয়ঙ্কর ওষুধ সঙ্কটের মুখে পাকিস্তান

সময় কী হবে?

শিয়ালদহ থেকে নয়াদিল্লিগামী বন্দে ভারত স্লিপার ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭টায় নয়াদিল্লি পৌঁছবে। ফিরতি পথে ট্রেনটি নয়াদিল্লি থেকে বিকেল ৬টায় ছেড়ে পরের দিন সকাল ৭টায় শিয়ালদহ পৌঁছবে। লেখার শেষে আবারও জানিয়ে রাখি, এই বিষয়ে রেলের তরফে আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group