ডিসেম্বরের আগেই সুখবর! রেকর্ড তুষারপাতে ঢাকল দার্জিলিং-সান্দাকফু, উচ্ছসিত পর্যটকেরা

Published on:

season's first snowfall started in sandakphu and darjeeling

পার্থ সারথি মান্না, কলকাতাঃ হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে নভেম্বর দ্বিতীয় সপ্তাহ থেকেই ঠান্ডা পড়তে শুরু করেছিল। আর তৃতীয় সপ্তাহ পেরোতেই রীতিমত কাঁপিয়ে দেওয়ার মত ঠান্ডা পড়েছে উত্তরবঙ্গে। এই সময় প্রচুর পর্যটকেরা উত্তরে ভ্রমণে যান বরফ দেখার জন্য। তাই এবছর কবে তুষারপাত শুরু হবে সেটার অপেক্ষায় ছিলেন অনেকেই। এবার এল সুখবর শুরু হয়েছে তুষারপাত।

পাহাড়ে শুরু হল তুষারপাত

WhatsApp Community Join Now

এবছর অক্টোবরে সিকিমে অল্প তুষারপাত হলেও দার্জিলিংয়ে সেটা হয়নি। তবে, জানা যাচ্ছে গত বৃহস্পতিবারেই প্রথম মরশুমের প্রথম তুষারপাত। এদিন বরফের চাদরে ঢেকে গিয়েছিল সান্দাকফু ও দার্জিলিংয়ের কিছু অংশে। বলার অপেক্ষা রাখে না, তুষারপাত দেখে রীতিমত উচ্ছসিত পর্যটকেরাও।

খুশি পর্যটক থেকে ব্যবসায়ীরা

নভেম্বরের শেষের দিক থেকে তুষারপাত শুরু হতে একদিকে যেমন পর্যটকেরা খুশি তেমনি হাসি ফুটেছে পর্যটন শিল্পের সাথে যুক্ত থাকা ব্যবসায়ীদের মুখেও। এমনিতে বরফ পড়তে ডিসেম্বর অবধি অপেক্ষা করতে হয়। তবে এবছর যেহেতু আগেই শুরু হয়েছে তাই দীর্ঘ সময় তুষারপাত দেখা যাবে ও বেশি পরিমাণ তুষারপাত হতে পারে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে সান্দাকফুতে এলে একটানা তুষারপাত দেখা যেতে পারে। যার জেরে ইতিমধ্যেই সরকারকে প্রয়োজন পড়লে সাহায্যের হাত বাড়াতে হবে বলে আগাম জানানো হয়েছে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এছাড়া দার্জিলিংয়েও বিক্ষিপ্তভাবে তুষারপাত দেখা যেতে পারে।

বাংলায় কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা?

ডিসেম্বর যত এগিয়ে আসছে ততই উষ্ণতার পারদ নামছে বাংলায়। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে উত্তর-পশ্চিম থেকে ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। কিন্তু জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাপমাত্রা হু হু করে কমে যাবে।

সঙ্গে থাকুন ➥
X