প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত ৮ বছর ধরে নানা টালবাহানার কারণে স্থগিত ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ। অবশেষে সেই নিয়োগ নিয়ে গত মাসে এক স্বস্তির খবর পাওয়া গিয়েছে। গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল উচ্চ প্রাথমিকের চূড়ান্ত প্যানেল। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন বা SSC। যদিও তার আগে দু’বার মেধাতালিকা প্রকাশ পেয়েছিল, কিন্তু একের পর এক দুর্নীতির অভিযোগে দুবারই মেধাতালিকা বাতিল হয়ে যায়।
প্রথম দফার কাউন্সেলিং এর নিয়োগপত্র ফেরৎ ৬৮ জনের!
এরপর অবশেষে আদালতের নির্দেশে তৃতীয়বার মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তার ভিত্তিতেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের কাউন্সেলিং পর্ব। কমিশন সূত্রে জানা গিয়েছিল যে পুজোর আগেই শুরু হবে কাউন্সেলিং পর্ব। আর বাকি দফার কাউন্সেলিং হবে পুজোর পরে। পুজোর মুখে ৩ এবং ৪ অক্টোবর উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং শুরু হয়েছিল। সেখানে নিয়োগপত্র হাতে পেয়েছিল ১৮৬ জন। সব মিলিয়ে প্রথম দু’দফায় ডাকা হয়েছিল ২৫৪ জনকে। এবং ২৪, ২৫, ২৮, ২৯ অক্টোবর বাদ বাকি প্রার্থীদের কাউন্সেলিং হবে বলে আগেই জানিয়েছে এসএসসি। কিন্তু প্রথম দফা মিলিয়ে নিয়োগপত্র গ্রহণ করেনি ৬৮ জন।
দ্বিতীয় দফার কাউন্সেলিং কবে? Second Counselling Date By SSC
এদিকে পুজোর পরেই আগামী মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। আগামী ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় দফার কাউন্সেলিং পর্ব। মাঝে ১২ ও ১৩ নভেম্বর শনি ও রবিবার পড়ায় ওই দু’দিন বন্ধ থাকছে এই প্রক্রিয়া। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে যে প্রক্রিয়া শুরু হবে, সেখানে ডাকা হয়েছে মত ৮০৯১ জনকে। সেক্ষেত্রে বলা যাচ্ছে প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে মোট ৮,৭৪৯ জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে।
SSC Counselling
পিওর সায়েন্স ও বায়োসায়েন্সের কাউন্সেলিং হবে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৫ নভেম্বর। ইতিহাসের কাউন্সেলিং ধার্য হয়েছে আগামী ২৩ ও ২৫ নভেম্বর। পাশাপাশি সংস্কৃত ও ভূগোল বিষয়ের কাউন্সেলিং শুরু হবে আগামী মাসের ২৬ ও ২৭ তারিখে। বলা হয়েছে কাউন্সেলিংয়ের দিন প্রত্যেক প্রার্থীকেই সকাল ৯টার মধ্যে রিপোর্ট করতে হবে আচার্য সদনে। প্রতিটি বিষয়ের জন্য কতজন করে প্রার্থী ডাকা হয়েছে তাও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।