সহেলি মিত্র, কলকাতা: স্বাধীনতা দিবসের দিন বাংলায় বিরাট বড় বিপর্যয় ঘটে গেল। ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় বহু মানুষের মৃত্যু ঘটল। হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা। ট্রাকের ধাক্কায় রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে বাস। চারিদিকে এখন শুধু সাধারণ মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্ধমানে এই ভয়াবহ বাস দুর্ঘটনায় (Bardhaman Bus Accident) এখনো অবধি মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়াও আহত আরও অনেকে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্ধমানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল
সূত্রের খবর, আজ শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাবার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ৪৫ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুনঃ ‘ধস্তাধস্তিতে খোঁয়া গেল সোনার আংটি!’ অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের বীরভূমে
সূত্রের খবর, ৪৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আরও ভয়াবহ তথ্য দিয়েছেন। তাঁদের দাবি অনুযায়ী, ট্রাকটি নাকি রাস্তার একপাশে দাঁড়িয়েছিল। বাসটির চালক নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাসে যে সকল যাত্রীরা ছিলেন তাঁরা বিহারের মতিয়ার থানা এলাকার চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা ছিলেন। সকলে গঙ্গাসগরে স্নান করে বাড়ি ফিরছিলেন। কে ভাবতে পেরেছিল আর তাঁদের ফেরা হবে না।
বন্ধ যান চলাচল
পুলিশের অনুমান, কোনোভাবে বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে এই ঘটনা ঘটে থাকতে পারে। যাইহোক, পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনার জেরে যান চলাচল বন্ধ রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |