আগামীকাল থেকে দু’দিন বন্ধ থাকবে পোস্ট অফিসের একাধিক পরিষেবা

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধ হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসের পরিষেবা! না, পুরোপুরি বন্ধ হওয়ার মতো কোনও দুর্ঘটনা আপাতত ঘটেনি। তবে, আগামীকাল অর্থাৎ 14 জুলাই এবং আসন্ন 4 আগস্ট এই দুই দিন রেজিস্ট্রি, স্পিড পোস্ট, মানি অর্ডার, পার্সেলের মতো পরিষেবা বন্ধ থাকবে রাজ্যের ডাকঘগুলিতে। কিন্তু কেন? হঠাৎ কেন ডাকঘরের আংশিক পরিষেবা ব্যাহত হবে?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হঠাৎ কেন এমন পদক্ষেপ ভারতীয় পোস্ট অফিসের?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল পূর্ব কলকাতা, দক্ষিণ হুগলি এবং দক্ষিণ দিনাজপুর অঞ্চল সহ আন্দামান এবং সিকিমের ডাকঘরগুলিতে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কিত কাজকর্ম ও স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে লেনদেন করা যাবে।

একইভাবে আসন্ন 4 আগস্টেও এই পরিষেবাগুলি চালু থাকবে। তবে এই দুদিন রাজ্যের অঞ্চল ভিত্তিক ডাকঘরগুলিতে মানি অর্ডার, স্পিড পোস্ট, রেজিস্ট্রি ও পার্সেলের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কিন্তু কেন এমন পদক্ষেপ নিল ভারতীয় পোস্ট? ডাক বিভাগের দাবি, রাজ্যের বিভিন্ন ডাকঘরে পুরোদস্তুর ডিজিটাল লেনদেন চালু করার জন্যই উল্লিখিত পরিষেবা গুলি বন্ধ থাকবে।

অবশ্যই পড়ুন: চিন থেকে iPhone 17-র পার্টস ভারতে পাঠাল Foxconn, জুলাইতেই শুরু উৎপাদন

কোন কোন পরিষেবার ক্ষেত্রে চালু হবে ডিজিটাল লেনদেন?

আসলে ডাকঘরে সেভিংস ডিপোজিট সহ স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি চালানো হয় ভারতীয় পোস্ট অফিসের নিজস্ব ফিনাকল সফটওয়্যারের মাধ্যমে। ফলত, ডাকঘরের পার্সেল বুকিং, স্পিড পোস্ট সহ একাধিক পরিষেবার ক্ষেত্রে এবার ডিজিটাল লেনদেন চালু করতে চলেছে ভারতীয় পোস্ট।

এ প্রসঙ্গে ভারতীয় ডাক বিভাগের অধিকর্তা ঋজু গাঙ্গুলি বলেন, আগামী 15 জুলাই থেকে পূর্ব কলকাতা, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ হুগলি সহ আন্দামান এবং সিকিমের ডাকঘরে ডিজিটাল লেনদেন শুরু হচ্ছে।

তবে সবচেয়ে বড় কথা, চলতি মাসে সেই প্রক্রিয়া শুরু হবে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে। তবে আসন্ন 5 আগস্ট থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সার্কেলের ডাকঘরগুলিতে পাকাপাকিভাবে চালু হয়ে যাবে ডিজিটাল লেনদেন, এমনটাই দাবি ঋজু বাবুর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group