হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে বাতিল অজস্র ট্রেন! টানা দু’মাস ভোগান্তি

Published on:

howrah express train

শ্বেতা মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বিশেষ করে আপনিও যদি হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করবেন বলে ভেবে থাকেন তাহলে আজই সাবধান হয়ে যান। কারণ ফের একবার রেলের তরফে একগুচ্ছ ট্রেন পরিষেবা বাতিলের (Train Cancel) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের বিলাসপুর ডিভিশনে নির্ধারিত উন্নয়নমূলক কাজের পাশাপাশি খড়গপুর বিভাগের সাঁতরাগাছি স্টেশনে ইয়ার্ড পুনর্নির্মাণের কারণে এপ্রিল ও মে মাসে দক্ষিণ পূর্ব রেলওয়ের (এসইআর) অধীনে ট্রেন পরিষেবাগুলি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন ট্রেন বাতিল থাকবে? তাহলে বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর। রেল সূত্রে জানা গিয়েছে, বিলাসপুরে উন্নয়নমূলক কাজের অংশ হিসাবে, ৯ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে ৩০ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হবে। টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস, হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস, সাঁতরাগাছি-জব্বলপুর এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-দ্বারভাঙ্গা এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস, হাওড়া-সিএসএমটি মুম্বই এক্সপ্রেস, হাওড়া-পুনে এক্সপ্রেস এবং এলটিটি মুম্বই-শালিমার এক্সপ্রেস পরিষেবাগুলি প্রভাবিত হবে।

হাওড়া-সিএসএমটি মুম্বই দুরন্ত এক্সপ্রেস এবং হাওড়া-সিএসএমটি মুম্বই মেল সহ চারটি এক্সপ্রেস ট্রেনকে এই সময়ের মধ্যে ঘুরিয়ে দেওয়া হবে। এদিকে, গোন্ডিয়া ও ঝাড়সুগুদার মধ্যে চলাচলকারী দুটি এমইএমইউ ট্রেন পরিষেবা ১১ এপ্রিল থেকে ৫ মে-র মধ্যে বিলাসপুরে স্বল্পমেয়াদী হবে। এরইসঙ্গে ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত সাঁতরাগাছি স্টেশনে ইয়ার্ড পুনর্নির্মাণের কাজের জন্য ট্রেন চলাচল আরও বিঘ্নিত হবে। এই সময়ের মধ্যে, ২০০ টিরও বেশি লোকাল ট্রেন বাতিল করা হবে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব পড়বে ১৭ মে, যখন ৫৬ টি পরিষেবা স্থগিত থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা

আগামী ১১ই মে ৩৬টি এবং ১৮মে ৩২টি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল থাকবে। নির্দিষ্ট দিনে একটি থেকে ছয়টি পর্যন্ত হাতেগোনা কয়েকটি ট্রেন বাতিল করা হবে। এক্সপ্রেস এবং মেল ট্রেন পরিষেবাগুলিও প্রভাবিত হবে, ২ মে থেকে ১৮ মে-র মধ্যে প্রায় ৩০ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস, শালিমার-উদয়পুর সিটি এক্সপ্রেস, হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি স্পেশাল, আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল এবং পুরি-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস পরিষেবা প্রভাবিত হবে।

আরও পড়ুনঃ আট গুণ বেশি ভাড়া, যাত্রী অভাবে বন্ধ হল শিয়ালদার ফার্স্ট ক্লাস ট্রেন! প্রশ্ন AC লোকাল নিয়ে

আদ্রা-হাওড়া এক্সপ্রেস এবং ভদ্রক-হাওড়া এক্সপ্রেস সহ চারটি এক্সপ্রেস ট্রেন হাওড়ার পরিবর্তে খড়গপুরে যাত্রা শুরু করবে এবং শেষ করবে। লোকাল ট্রেন পরিষেবাগুলি সেই অনুযায়ী সামঞ্জস্য করা হবে, কিছু যাত্রা শেষ হবে এবং সাঁতরাগাছি থেকে শুরু হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group