বিক্রম ব্যানার্জী, কলকাতা: আপ প্ল্যাটফর্ম বিভ্রাটের জের, আপাতত বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। যার কারণে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রূটের প্রান্তিক স্টেশন হয়ে উঠেছে শহীদ ক্ষুদিরাম বা ব্রিজি (Shahid Khudiram Metro)। যার কারণে, মেট্রোর এই নির্দিষ্ট অংশে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। প্রতিদিনের ঠাসাঠাসি ভিড়ে যাত্রীদের কথায়, মেট্রো হয়ে উঠেছে বনগাঁ লোকাল। এদিকে শহীদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রোর লাইন এক্সচেঞ্জের পরিকাঠামো না থাকায় কবি সুভাষ থেকেই লাইন পরিবর্তন করে ফিরতে হচ্ছে মেট্রোগুলিকে। ফলে পুজোর আগে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ক্রসওভার তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু এখন শোনা যাচ্ছে, দুর্গা পুজোর প্রাক্কালে সেটা সম্ভব নয়। কারণ কী?
কেন পুজোর আগে ক্ষুদিরামের ক্রসওভার সম্ভব নয়?
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন মেট্রো যাত্রীদের অস্বাভাবিক ভিড়ের কারণে ধুঁকতে থাকা পরিষেবা নিয়ে পুজোর আগে নতুন করে কোনও পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে চাইছেন না মেট্রোরেল কর্তারা। এ প্রসঙ্গে মেট্রো কর্তাদের একাংশ নাকি জানাচ্ছেন, নতুন জায়গায় ক্রসওভার তৈরি করার পর সেখান থেকে ট্রেন ঘোরানোর প্রক্রিয়া সময় নিয়ে লক্ষ্য করা প্রয়োজন। কোথাও সমস্যা দেখা দিলে তা দ্রুত নির্মূল করতে হবে। তাই, পুজোর আগে তড়িঘড়ি ক্রসওভার তৈরি করতে গিয়ে সমস্যা দেখা দিলে তাতে গোটা পরিষেবা মুখ খুবড়ে পড়তে পারে।
মেট্রো কর্তাদের কথায়, মাঝেমধ্যেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বরের পথে সিগনাল বা পয়েন্ট বিভ্রাটের কারণে ব্যাহত হয় পরিষেবা। যথেষ্ট সমস্যায় পড়তে হয় যাত্রীদের। তার উপর পুজোর আগে ক্রসওভার তৈরি করতে গিয়ে যদি পরিষেবায় ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়বেন নিত্য যাত্রীরা। তাছাড়াও ক্রসওভার তৈরির পর গোটা প্রক্রিয়ায় নজরদারি চালাতে যথেষ্ট সময়ের প্রয়োজন। এদিকে পুজোর ভিড়ের কারণে যদি কোনও আকস্মিক বিপত্তি দেখা দেয় তাহলে তার দায়টা গিয়ে পড়বে মেট্রো কর্তৃপক্ষের উপর। ফলে, কোনও মতেই যাত্রীদের চিন্তা বাড়িয়ে, বিপত্তির আশঙ্কাকে সঙ্গে নিয়ে ক্রসওভারের মতো এত গুরুত্বপূর্ণ কাজ সারতে চায় না মেট্রো কর্তৃপক্ষ।
অবশ্যই পড়ুন: সংঘর্ষবিরতির প্রস্তাব, কেন্দ্রের সাথে আলোচনায় বসতে চেয়ে বিবৃতি মাওবাদীদের!
প্রসঙ্গত, দক্ষিণেশ্বর অংশে মেট্রো পরিষেবা মসৃণ করতে ক্রসওভারের সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে বিগত দিনগুলিতে যেভাবে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে তাতে যথেষ্ট চিন্তিত যাত্রীরা। কারণ, পুজোর সময় কলকাতাবাসীর একটা বড় অংশের ভ্রমণের অন্যতম মাধ্যম মেট্রো। কাজেই, উৎসবের মরসুমে এভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হলে আখেরে ক্ষতি হবে যাত্রীদেরই। তাই সেই সব চিন্তা মাথায় রেখেই নতুন করে ক্রসওভার নিয়ে বাড়াবাড়ি না করাটাই ভাল বলেই মনে করছে মেট্রো রেলওয়ে কলকাতা।