নবান্ন থেকে ঘোষণা, আজ থেকেই চালু শ্রমশ্রী পোর্টাল! অনলাইনে নাম নথিভুক্ত করার উপায়

Published on:

Shramshree Portal

সৌভিক মুখার্জী, কলকাতা: হাজার হাজার পরিযায়ী শ্রমিকের মুখে এবার হাসি ফুটিয়ে আজ থেকেই চালু হচ্ছে শ্রমশ্রী পোর্টাল (Shramshree Portal)। হ্যাঁ, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে শ্রমশ্রী প্রকল্প। আর সেই সূত্র ধরেই আজ অর্থাৎ সোমবার, ১ সেপ্টেম্বর থেকেই চালু হচ্ছে শ্রমশ্রী পোর্টাল। নবান্নের সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।

মলয় ঘটক জানিয়েছেন, গত ২১ আগস্ট থেকে অফলাইনের মাধ্যমে শ্রমিকদের আবেদন গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এবার থেকে অনলাইনে আবেদন জমা দেওয়ার পাশাপাশি শ্রমিকরা নিজের আবেদনের স্ট্যাটাস নিজেই জানতে পারবে।

কী এই শ্রমশ্রী প্রকল্প?

আসলে রাজ্য সরকারের দাবি, বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলার শ্রমিকরা বারবার নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও তাদের বাংলা ভাষায় কথা বলার অভিযোগে বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে, আবার কোথাও পুলিশের হয়রানি, হামলা বা ভয় দেখানোর মতো ঘটনাও ঘটছে। এমনকি অনেক জায়গায় প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে।

ফলত হাজার হাজার শ্রমিক বাধ্য হয়ে কর্মস্থল ছেড়ে আবারো বাংলায় ফিরে আসছে। কাজ হারিয়ে পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে তাঁদের দিন কাটাতে হচ্ছে। আর সেই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানোর জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কী সুবিধা মিলবে এই প্রকল্পে?

জানা গিয়েছে, এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে যারা কর্মহীন হয়ে রাজ্যে ফিরে আসছে, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের আগামী এক বছর ধরে প্রতিমাসে ৫০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। শুধু তাই নয়, পোর্টালের মাধ্যমে তাদের একক তথ্য ভান্ডার করা হবে। এমনকি সঠিক পরিচয়পত্র দেওয়া হবে।

পাশাপাশি স্বাস্থ্য বীমা, খাদ্য সাথী, শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন রকম প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে তাঁদের। এ বিষয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেছেন, সরকারের মূল লক্ষ্য একটাই, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে মর্যাদার সঙ্গে বাঁচতে ও কাজ করতে সহায়তা করা।

কীভাবে নাম নথিভুক্ত করতে হবে?

যেহেতু এই প্রকল্পের জন্য আজ থেকেই অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পের অনলাইন পোর্টাল চালু করা হয়েছে, তাই পরিযায়ী শ্রমিকরা খুব সহজেই এই পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবে।

আরও পড়ুনঃ হবে ২৫,০০০ কর্মসংস্থান! নিউ টাউনে ২০ একর জমির উপর বিরাট ক্যাম্পাস গড়ছে TCS

তবে যারা ইতিমধ্যেই অফলাইনে আবেদন করেছেন, তাদের নতুন করে কোনো ঝামেলা পোহাতে হবে না। প্রতিটি জেলার ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির আয়োজন করা হয়েছে। আর এখানে গিয়ে শ্রমিকেরা খুব সহজেই নিজেদের নাম নথিভুক্ত করে নিতে পারবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥