ভোটার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক না থাকলে অনলাইনে হবে না ফর্ম পূরণ! জানাল কমিশন

Published:

West Bengal SIR
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া (West Bengal SIR)। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও-রা। তবে যারা কর্মসূত্রে বাইরে থাকেন, তাদের জন্য অনলাইনেও এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু কারা সেই ফর্ম পূরণ করতে পারবে আর কীভাবে করবে, তাও কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি এও জানানো হয়েছে যে, ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক না থাকলে করা যাবে না এনুমারেশন ফর্ম পূরণ।

নির্বাচন কমিশনের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, যারা বুথ স্তরের আধিকারিকদের কাছ থেকে অর্থাৎ বিএলওদে-র কাছ থেকে বাড়ি উপস্থিত থেকে ফর্ম নিতে পারবে না, তাদের জন্য এই অনলাইন প্রক্রিয়া। এমনকি বিএলও-দের সামনে বসে যেভাবে অফলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হয়, সেভাবেই অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে।

ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক না থাকলে হবে না এনুমারেশন ফর্ম পূরণ

কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনলাইনে আবেদনের জন্য অবশ্যই এপিক নম্বর বা ভোটার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অথবা ইমেইল আইডি লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক না থাকে, তাহলে কোনওভাবেই এসআইআর-এর ফর্ম পূরণ করা যাবে না। কারণ, রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে সাইটে লগইন করতে হবে।

কীভাবে করবেন অনলাইনে ফর্ম পূরণ?

অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ceowestbengal.wb.gov.in/) ভিজিট করুন, অথবা ইসাইনেট অ্যাপ খুলতে পারেন। কারণ, সেখানেও এই এনুমারেশন ফর্ম মিলছে।
  • সেখানে গিয়ে প্রথমে নিজের রাজ্য বেছে নিতে হবে।
  • এরপর এপিক নম্বর ইনপুট করার পর মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি দিয়ে সাইটে লগইন করতে হবে।
  • তবে যদি আপনার নাম না মেলে, তাহলে বিএলও’র সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করে লগইন করতে পারেন।
  • এরপর আপনি সামনে তিনটি অপশন পাবেন। প্রথমে থাকবে নিজের নাম, তারপর বাবা-মায়ের নাম, তারপর তৃতীয় অপশনে থাকবে শেষ এসআইএর তালিকা, যেখানে বাবা অথবা মায়ের নাম নেই। আপনাকে উপযুক্ত অপশন বাছতে হবে।
  • এরপর ২০০২ সালের বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর সঠিকভাবে বসাতে হবে।
  • তারপর বিএলও-দের সামনে বসে যেভাবে অফলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হয়, সেভাবে অনলাইনে করতে হবে। এমনকি একটি ছবি আপলোড করতে হবে।
  • ফর্ম জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডে যুক্ত মোবাইলে একটি ওটিপি চলে আসবে। সেটি বসানোর পর এনুমারেশন ফর্ম জমা হবে।

আরও পড়ুনঃ দাম কমল সোনার, মধ্যবিত্তদের স্বস্তি দিচ্ছে রুপোও! আজকের রেট

উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই ৮০ হাজারের বেশি বিএলও-কে নিয়োগ করে ফেলেছে নির্বাচন কমিশনার। তারা বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিল করছেন। এমনকি ভোটারদের কাছ থেকে নিজেরাই সেই ফর্ম সংগ্রহ করে আনছেন। শুক্রবার রাত আটটা পর্যন্ত রাজ্যে ৩.০৪ কোটি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে রিপোর্ট। কিন্তু যারা বিএলও-দের কাছ থেকে ফর্ম নিতে পারবে না, তারা অনলাইনের মাধ্যমে এভাবে ফর্ম পূরণ করতে পারবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join