দু’দিন শিয়ালদা ডিভিশনে বাতিল একগাদা ট্রেন! তালিকা জারি করল পূর্ব রেল

Published:

sealdah train cancelled
Follow

সহেলি মিত্র, কলকাতা: ফের একবার বিপত্তি বাড়তি চলেছে সাধারণ রেল যাত্রীদের। একদিকে যখন বাংলার এসি লোকাল ট্রেনটিকে ঘিরে সকলের উত্তেজনার কারণ দিয়ে রয়েছে, ঠিক সেই সময় আচমকাই শিয়ালদা ডিভিশনে এক ধাক্কায় বহু লোকাল ট্রেন বাতিলের (Train Cancelled) ঘোষণা করা হলো  রেলের তরফে। হ্যাঁ একদক ঠিক শুনেছেন। আপনিও কি রোজ শিয়ালদা ডিভিশনের ট্রেনে যাতায়াত করেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

টানা দু’দিন বাতিল থাকবে বহু ট্রেন

পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনে টানা দুদিন বহু ট্রেন বাতিল থাকবে।  ফলে সাধারণ মানুষের বিপত্তি যে বাড়বে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, শনিবার রাত ১০টা ৫০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে দমদম জংশন স্টেশনে ডাউন মেন লাাইনে। যার জেরেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল থাকবে, দেখুন এক নজরে

শিয়ালদা-বনগাঁ রুটে চলবে না এই ট্রেনগুলি-
বাতিল থাকবে শিয়ালদা বনগাঁ রুটের ট্রেন নম্বর UP 33861, 33863/DN 33858, 33860, শিয়ালদা-ডানকুনি রুটে UP 32247, 32249/DN 32250, 32252, শিয়ালদা-বারুইপাড়া রুটে UP 32413/DN 32414 ট্রেনগুলি বাতিল থাকবে। সেইসঙ্গে রবিবার  শিয়ালদা-ডানকুনি রুটে UP 32211, 32213, 32215/DN 32212, 32214, 32216, শিয়ালদা-বনগাঁ রুটে UP 33811, 33813, / DN 33816, 33822। বাতিল থাকবে।

আরও পড়ুনঃ বিরাট পরিবর্তন! ১ জুলাই থেকে বদলে যাচ্ছে PAN কার্ডের নিয়ম

এছাড়াও শিয়ালদা-হাসনাবাদ রুটে  UP 33511/ DN 33512, শিয়ালদা-বারাসত রুটে UP 33431, শিয়ালদা-নৈহাটি রুটে  UP 31411/DN 31412, শিয়ালদা-হাবড়া রুটে UP 33651/ DN 33652, শিয়ালদা-কল্যাণী সীমান্ত রুটে  UP 31311/ DN 31312 এবং শিয়ালদা-দত্তপুকুর রুটে  DN 33612 ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেল সূত্রে খবর। ডাউন পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join