শ্বেতা মিত্র, কলকাতা: রেল লাইনে কাজ চলবে। তাই বাতিল হচ্ছে একাধিক ট্রেন। বাতিলের তালিকায় রয়েছে লোকাল ট্রেন। কিছু ট্রেনের সময় সূচি বদল করা হয়েছে। কিংবা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে যাত্রাপথ। কৃষ্ণনগর সিটি জংশনে শুরু হতে চলেছে নন ইন্টারলকিংয়ের কাজ। ২২ ফেব্রুয়ারি, শনিবার রাত থেকে কাজ শুরু হওয়ার কথা। প্রথম ধাপে প্রি নন ইন্টারলকিংয়ের কাজ করা হবে। তারপর শুরু হবে নন ইন্টারলংকিয়ের কাজ। সব মিলিয়ে কাজ শেষ হতে সামনের মাসের ৩ তারিখ।
চলবে প্রি নন ইন্টারলকিংয়ের কাজ
জানা গিয়েছে, ২২ ফেব্রুয়ারি রাত থেকে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে প্রথম ধাপের কাজ। তারপর ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত থেকে ৩ মার্চ (সোমবার) রাত পর্যন্ত হবে নন ইন্টারলকিংয়ের কাজ। ফলে একাধিক ট্রেনের সূচি প্রভাবিত হতে চলেছে।
বাতিল থাকছে এই ট্রেনগুলি
আপ রানাঘাট – কৃষ্ণনগর সিটি লোকাল: ৩১৭২১, ৩১৭২৩, ৩১৭২৫
ডাউন কৃষ্ণনগর সিটি – রানাঘাট লোকাল : ৩১৭২২, ৩১৭২৬
২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে-
ট্রেন নম্বর ৩১৮১৬ ডাউন কৃষ্ণনগর সিটি (সকালে ৬ টা বেজে ৭ মিনিট) – শিয়ালদহ লোকাল আগামী ২৮/২/২৫ থেকে ২/৩/২৫ তারিখ পর্যন্ত কৃষ্ণনগর স্টেশনের পরিবর্তে রানাঘাট থেকে যাত্রা শুরু করবে
ট্রেন নম্বর ৫৩০৯১/৯২ আজিমগঞ্জ – কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার আগামী ২৮/২/২৫ থেকে ২/৩/২৫ তারিখ পর্যন্ত কৃষ্ণনগর স্টেশনের পরিবর্তে ধুবুলিয়া স্টেশন থেকে যাত্রা শেষ/শুরু করবে।
বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে-
ট্রেন নম্বর ৫৩১৭২ ডাউন লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার আগামী ২১/২/২৫ থেকে ২৪/২/২৫ ও ২৭/২/২৫ থেকে ১/৩/২৫ তারিখে লালগোলা থেকে রাত্রি ১০:১৫ মিনিটের এর পরিবর্তে ১১ টা বেজে ১৫ মিনিটে ছাড়বে।
আরও পড়ুনঃ হাওড়া থেকে ফের বাতিল একাধিক ট্রেন, বদলাল রুটও! দেখুন পূর্ব রেলের বিজ্ঞপ্তি
ট্রেন নম্বর ৫৩১৭২ ডাউন লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার আগামী ২৬/২/২৫ তারিখে লালগোলা থেকে রাত্রি ১০:১৫ এর পরিবর্তে রাত ১২ টা বেজে ১৫ মিনিটে ছাড়বে এবং ধুবুলিয়া পর্যন্ত যাবে।
ট্রেন নম্বর ৫৩১৮১ আপ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার আগামী ২৭/২/২৫ তারিখে শিয়ালদহ থেকে রাত্রি সাড়ে এগারোটার পরিবর্তে ৯০ মিনিট দেরিতে ছাড়বে, যাবে বাদকুল্লা পর্যন্ত।