টানা কদিন বন্ধ থাকবে সোদপুর ব্রিজ! বিকল্প রাস্তার খোঁজ দিল ট্র্যাফিক পুলিস

Published on:

sodepur bridge

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ মানুষ। দুর্গাপুর সেতু, দ্বিতীয় হুগলী সেতুর পর এবার সোদপুর ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। যেহেতু এই ব্রিজের সংস্কারের কাজ করা হবে সে জন্য সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ জুলাই রাত থেকে ব্রিজ বন্ধ রেখে সংস্কারের কাজ করা হবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এবার বন্ধ থাকবে সোদপুর ফ্লাইওভার

প্রতিদিন এই ফ্লাইওভারের ওপর দিয়ে হাজারেরও বেশি গাড়ি চলাচল করে। এই ব্রিজ সাধারণ মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। এই ব্রিজের ফলে সকলের যাতায়াতের সময়ও অনেকটা কমেছে। তবে আচমকা এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্তে সাধারণ মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন কবে থেকে বন্ধ থাকবে এই ফ্লাইওভার?

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৯ জুলাই শুক্রবার রাত থেকে রবিবার রাত অবধি সোদপুর ফ্লাইওভার বন্ধ রাখা হবে। স্বাভাবিকভাবেই এহেন ঘটনার ফলে ট্র্যাফিক ব্যবস্থার ওপর মারাত্মক চাপ পড়বে। ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে এখন থেকেই। প্রশ্ন উঠছে, যানজট যাতে না হয় সেজন্য কী পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ করেছে?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্যাপক যানজটের আশঙ্কা

জানা গিয়েছে, এই ফ্লাইওভারটির বয়স নয় নয় করে ৩৩ বছর হয়ে গিয়েছে। ফলে এই ব্রিজের যে কিছু সংস্কারের প্রয়োজন আছে তা মনে করছে প্রশাসন। এদিকে এখন বর্ষাকাল চলছে। জায়গায় জায়গায় জল জমার আশঙ্কা করা হচ্ছে। সেখানে এই ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্তে সাধারণ মানুষের ব্যাপক সমস্যা হবে সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ বারুইপুরে বিরাট ক্ষতি হয়ে গেল রেলের! বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

উল্লেখ্য, কয়েকদিন আগেই নাকি স্বাস্থ্য পরীক্ষায় ব্রিজটির বিয়ারিংইয়ের সমস্যা দেখা দিয়েছে। যে কারণে ১০ টনের বেশি ভারী যান চলাচল আগে থেকেই সোদপুর ব্রিজের ওপর দিয়ে বন্ধ রাখা হয়েছে। তবে এবার আরও কিছু কাজ দরকার, সে কারণে বন্ধ থাকবে ব্রিজ। গত ২৬ জুন রাজ্যের পরিবহন দফতর, পুরসভার সদস্য, পূর্ত দফতর, কমিনারেট ট্রাফিক আধিকারিকদের নিয়ে তৈরি একটি টিম ব্রিজ পরিদর্শন করে। সেই সময়ই সিদ্ধান্ত হয়, আপাতত প্রতি সপ্তাহের শুক্রবার রাত থেকে রবিবার রাত ব্রিজ বন্ধ রাখা হবে। জানা গিয়েছে যে, সোদপুর ব্রিজ বন্ধ থাকাকালীন বিকল্প রাস্তা হিসেবে একফোর্ড রোড ও রামচন্দ্রপুরের রাস্তা দিয়ে বাস, লরি–সহ সমস্ত গাড়ি যাতায়াত করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group