পুজোর আগেই সুখবর কালনা-শান্তিপুর ব্রিজ নিয়ে, শুরু হল কাজ

Published on:

kalna shantipur bridge

সহেলি মিত্র, কলকাতা: পুজোর মুখে অবশেষে এসে গেল সেই সুখবর যেটার জন্য অপেক্ষা করছিলেন সকলে। শুরু হল কালনা-শান্তিপুর সেতুর (Kalna Shantipur Bridge) কাজ। মূলত সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

অবশেষে শুরু হল কালনা-শান্তিপুর সেতুর কাজ!

২০১৮ সালে এই ব্রিজ তৈরী হওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্য সরকার গণপূর্ত বিভাগ (PWD) কর্তৃক সম্পাদিত একটি বড় প্রকল্পের অনুমোদন দেয়- ভাগীরথী নদীর উপর একটি সেতু যা পূর্ব বর্ধমান জেলার কালনাকে নদিয়া জেলার শান্তিপুরের সাথে সংযুক্ত করবে। এই প্রকল্পের ব্যয় সেই সময়ে ১,০৯৮ কোটি টাকা ধরা হয়। দুই জেলার মধ্যে যোগাযোগ উন্নত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেপ্টেম্বরে সেতুটি নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে মাঝখানে অনেকটা সময় কেটে গেলেও কাজের কাজ কিছু হয় না। তবে অবশেষে এই কাজের অগ্রগতি দেখা গেল। এর ফলে খুশি দুই জেলার মানুষ।

 স্থানীয় রিপোর্ট অনুযায়ী, সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মন্ডল বলেন, ‘বাইরে থেকে মেশিন এসে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী কালনা শান্তিপুর ব্রিজের কথা বলেছিলেন। তার আনুষ্ঠানিক কাজ শুরু হল বলা যেতে পারে। যদিও এখনও ৯৮% জমি কেনা সম্পন্ন হয়েছে।’ কিন্তু যারা এখনও জমি দেননি, তাঁরাও জমি দেবেন বলে জানিয়েছেন প্রধান।

কতটা দীর্ঘ হবে কালনা শান্তিপুর ব্রিজ?

সেতু নির্মাণের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরপরই, গণপূর্ত বিভাগ (PWD) একটি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করে এবং একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট ২০১৮ সালে প্রস্তুত করে। তবে সেই সময়ে এতটাই কাজ এগোয়। সেতুটি প্রায় ৮০০ মিটার লম্বা হবে, যেখানে প্রকল্পের মোট অংশ, যার মধ্যে অ্যাপ্রোচ রোডও রয়েছে, ২ কিলোমিটার দীর্ঘ হবে। প্রকল্পের মধ্যে কালনায় একটি রেলওয়ে ওভারব্রিজ (ROB)ও রয়েছে, যা প্রায় ৬০০ মিটার লম্বা হবে।

কালনার দিকে, সেতুটি STKK রোডকে সংযুক্ত করবে এবং শান্তিপুর দিকে, এটি জাতীয় মহাসড়ক ৩৪- কে সংযুক্ত করবে। সেতুটি নির্মাণের ফলে উভয় জেলার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এটি এই অঞ্চলের অর্থনীতিতেও উন্নতি নিশ্চিত করবে। নদীয়ার ফুলিয়া এবং শান্তিপুর তাদের তাঁত শাড়ির জন্য বিখ্যাত। সেতুটি নির্মাণের ফলে এলাকার শাড়ি প্রস্তুতকারক এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥