৫ দিন আগেই গিয়েছিলেন মমতা, শনিবার ভেঙে পড়ল আরামবাগ রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল

Published:

Updated:

Arambagh Ramkrishna Setu
Follow

সহেলি মিত্র, কলকাতা: বড় ঘটনা ঘটে গেল আরামবাগে। ভেঙে পড়ল বিখ্যাত সেতুর একাংশ। জানা গিয়েছে, আরামবাগে ভেঙে পড়ল রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল (Arambagh Ramkrishna Setu)। শনিবার রাত ১২ঃ১৫ নাগাদ ঘটনাটি ঘটে। স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রবল আত্নকের সৃষ্টি হয়েছে।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজের একাংশ

আপনাদের জানিয়ে রাখি, এই রামকৃষ্ণ সেতুটি দ্বারকেশ্বর নদের উপর তৈরি। এটি হুগলির সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া সহ ৫টি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম। ফলে এই সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে যাওয়ার পরেও যান চলাচল কিন্তু থামেনি। সবকটি বিপজ্জনকভাবে যাতায়াত চলছে বলে অভিযোগ। যে কারণে আগামী দিনে বড় কিছু ঘটার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

স্থানীয়দের মতে, এদিন মধ্যরাতে বিকট শব্দ করে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালটি ভেঙে পড়ে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি যেন এই ব্রিজ মেরামত করা হয়। তবে আধিকারিকরা শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষা করেই চলে যেতেন।এর পরবর্তী পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। এসবের মাঝেই শনিবার রাতে ঘটে গিয়েছ এই ভয়ানক ঘটনা। এই ঘটনা এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি।

ব্রিজের ওপর দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীও

উল্লেখ্য, গত মঙ্গলবারই এই সেতুর ওপর দিয়ে গাড়ি করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাইহোক, এই ঘটনার পর ভেঙে পড়া জায়গাটিতে পুলিশ ব্যারিকেড দিয়ে দেয়। সবথেকে বড় কথা, এরকম ঘটনার পরেও বহু গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করছে সেতুর ওপর দিয়ে। স্থানীয়দের মতে, রাতের বেলা বলে কারোর প্রাণহানি হয়নি। তবে দিনের আলোয় যদি এই ঘটনা ঘটত তাহলে বহু মানুষের প্রাণহানি হত। ফলে প্রশাসনের কাছে তাঁদের আর্জি, শীঘ্রই যেন বিকল্প সেতু তৈরি করা হোক।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join