শ্বেতা মিত্র, কলকাতা: বাজেটের আগে আচমকাই নবান্নে গিয়ে হাজির হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। হ্যাঁ ঠিকই শুনেছেন। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় বিকেল সাড়ে পাঁচটায় নবান্নে পৌঁছান এবং সওয়া ৬টা নাগাদ বেরিয়ে যান। নিশ্চয়ই ভাবছেন দুজনের মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
নবান্নে গেলেন সৌরভ গাঙ্গুলি
এর আগে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা স্থাপনের জন্য ১০০ কোটি টাকায় ৩৫০ একর জমি কিনেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জমিটি আগে একটি ব্যবসায়ী গোষ্ঠীর কাছে ছিল যারা দাবি করেছিল যে জমির বর্তমান দাম প্রায় ২৭০০ কোটি টাকা।
বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে এবং ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। এই ইস্যুতে আলোচনায় জড়ানো হতে পারে বলে জল্পনা রয়েছে। তবে আলাপচারিতায় ঠিক কি আলোচনা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সকলেই। অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্যবসায়ীদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন এবং বাংলায় বিনিয়োগ আনার জন্য মুখ্যমন্ত্রীর প্রচেষ্টার প্রশংসা করেন।
১ টাকার বিনিময়ে জমি পেয়েছেন সৌরভ?
বর্তমানে একটা কথা বারবার উঠে আসছে। আর সেটা হল নাকি শালবনিতে মাত্র ১ টাকার বদলে ৩৫০ একর জমি পেয়েছেন সৌরভ। সত্যিই কি তাই? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। জানালেন আসল সত্যিটা।
আরও পড়ুনঃ ‘ছুটির বদলে বকেয়া DA দিন’, নবান্নর কাছে পাল্টা দাবি রাজ্য সরকারি কর্মীদের
সৌরভ জানিয়েছেন যে শালবনিতে মোটেও এক টাকায় জমি পাননি। সরকারি টেন্ডারের মাধ্যমে ৩৫০ একরের জমির জন্য ১০০ কোটি টাকা খরচ করেছেন। তবে জমি নিয়ে শুরু হয়েছে জট। চলছে মামলা। জানা গিয়েছে, সৌরভ যে জমি কিনেছেন, তা আগে প্রয়াগ গ্রুপের হাতে ছিল। প্রয়াগের তরফে দাবি করা হয়েছে যে ওই জমির বর্তমান বাজারমূল্য ২,৭০০ কোটি টাকা। পুরো বিষয়টি নিয়ে জট তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিও আছে। এহেন পরিস্থিতিতে মমতা ও সৌরভের আচমকা সাক্ষাৎকে দুয়ে দুয়ে চার করছে বিশিষ্ট মহল।