অপেক্ষার অবসান, কবে শুরু হচ্ছে সৌরভের ইস্পাত কারখানার কাজ? জানালেন খোদ মহারাজ

Published:

sourav ganguly Garhbeta steel plant
Follow

শ্বেতা মিত্র, কলকাতা: নতুন কারখানা গড়ার কথা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav ganguly)। পার্টনারশিপের মাধ্যমে বাংলায় তৈরি হতে চলেছে নতুন স্টিল প্ল্যান্ট। শালবনীতে এই কারখানা গড়ার প্রস্তাব দিয়েছিলেন সৌরভ। তবে শালবনীতে কারখানা হচ্ছে না। শালবনীর বদলে কারখানা হবে গড়বেতায়। প্রশ্ন হচ্ছে, কারখানা শুরু কবে হবে?

কারখানার কাজ কবে শুরু হবে?

কারখানার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জড়িত থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশার পারদ অনেকটাই। আশা করা হচ্ছিল খুব তাড়াতাড়ি শুরু করা হবে কারখানার কাজ। কিন্তু এই কাজ যে আগামী এক দুই মাসের মধ্যে হচ্ছে না, সেটা সৌরভ স্পষ্ট করে দিয়েছেন।

সৌরভ স্পষ্টই জানিয়েছেন, ” প্রত্যাশা অনেকটাই রয়েছে। কেউ কেউ হয়তো ভাবছেন ১-২ মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু এত তাড়াতাড়ি সব সম্ভব নয়। হয়তো ১৮-২০ মাসের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। একটা কারখানা চালু করার জন্য অনেক নিয়ম মানতে হয়। সরকারের ছাড়পত্র, পরিবেশ ইত্যাদি সব ঠিকঠাক হওয়ার পরেই কাজ শুরু করা যাবে।”

আরও পড়ুনঃ হাইকোর্ট থেকে কোনও আদালতেই হবে না কাজ! আন্দোলনে রাজ্যের আইনজীবীরা

বড় উদ্যোগ ‘মহারাজ’-এর

এ প্রসঙ্গে মনে রাখা দরকার, এই কারখানা সৌরভের একার উদ্যোগে নয়। তিনি রয়েছেন পার্টনারশিপে। কারখানার কতো শতাংশ সৌরভের নামে রয়েছে সেটা আপাতত স্পষ্ট নয়। কারখানার সঙ্গে যুক্ত অন্য এক কর্তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলেও তিনি মিডিয়ার সামনে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি। তবে এটা দাবি করা হচ্ছে, এই স্টিল প্ল্যান্ট তৈরি করতে খরচ হবে আনুমানিক ২,৫০০ কোটি টাকা। কারখানার ধারণ ক্ষমতা হতে পারে প্রায় ৮ লক্ষ টন। এদিকে এই কারখানা তৈরী হলে ব্যাপক কর্মস্থানের সুযোগও যে আসবে তা বলাই বাহুল্য।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join