প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ট্রেন বিভ্রাট! লোকালের পাশাপাশি এক্সপ্রেস ট্রেনও এবার বাতিলের মুখে পড়েছে। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার থার্ড লাইন সম্প্রসারণ-সহ একাধিক কাজের জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যার জেরে ট্রেনের রুটও সংক্ষিপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তি প্রকাশ দক্ষিণ পূর্ব রেলের!
দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে আগামী ১০ জুলাই থেকে ২২ জুলাই টানা ১৩ দিন বাতিল করা হচ্ছে ৬৮০৫১/৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর আপ এবং ডাউন ট্রেন। এছাড়াও আগামী ১১ এবং ১৮ জুলাই বাতিল করা হচ্ছে ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন।
আগামী ১২ এবং ১৯ জুলাই ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল বাতিল থাকবে। পাশাপাশি আগামী ১৩ এবং ২০জুলাই ০২৮৩৯ আপ শালিমার-পুরী স্পেশাল এবং আগামী ১৪ এবং ২১ জুলাই ০২৮৪০ ডাউন পুরী-শালিমার স্পেশাল বাতিল করা হচ্ছে।
একের পর এক ট্রেন বাতিলের মুখে
এদিকে টানা ১৩ দিন দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদল করা হতে চলেছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ জুলাই থেকে ২২ জুলাই ৬৮০৪৯ /৫০ খড়গপুর-ভদ্রক-খড়গপুর ভদ্রকের পরিবর্তে বালেশ্বর থেকে যাওয়া-আসা করবে।
অন্যদিকে ১৮০৩৭ আপ খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস আগামী ১৯ জুলাই এবং ২০ জুলাই বাতিল করা হচ্ছে। একইভাবে আগামী ২০ এবং ২১ জুলাই ১৮০৩৮ ডাউন জাজপুর-কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: নিম্নচাপের দাপটে ভারী দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গের ২ জেলা, আজকের আবহাওয়া
সংকটে যাত্রীরা
উল্লেখ্য দক্ষিণ পূর্ব রেলের একাধিক এই ট্রেন বাতিলের আবহে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বে খড়গপুর থেকে ওড়িশায় যাওয়া নিত্যযাত্রীরা। তাই সেক্ষেত্রে যাতায়াতের জন্য অবশ্যই তাঁদের ট্রেনের লিস্ট দেখে বেরোনোর জন্য অনুরোধ করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে পুরী ঘুরতে যাওয়ার জন্য যাঁরা ২ মাস আগে থেকে সংরক্ষিত আসনে বুকিং সেরে রেখেছিলেন, তাঁদের শেষ মুহূর্তে অযাচিত ঝামেলার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |