সহেলি মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে (South Eastern Railway zone)। চলতি বছর কালীপুজো (Kali Puja 2025) বা দীপাবলির সমগে বাড়ি যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া হল এবার আরও সহজ। রেলের তরফে এবার অতিরিক্ত কোচের বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেওয়া হল হাওড়ার একটি রুটে। সেইসঙ্গে দিঘার উদ্দেশ্যেও স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে রেলওয়ে। চলুন জেনে নেবেন বিশদে।
হাওড়ার এই রুটে বাড়ল বন্দে ভারত এক্সপ্রেসের কোচ সংখ্যা
দক্ষিণ পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার হাওড়া-রাউরকেল্লা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ৮ কোচের বদলে ১৬ কোচে চলবে। মূলত যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ট্রেন নম্বর ২০৮৭১/২০৮৭২ হাওড়া-রাউকেল্লা-হাওড়া এক্সপ্রেস ১৯ অক্টোবর থেকে ১৬ কোচে চলবে। যদিও সময়সীমা এবং স্টপেজ একই রকম থাকবে তাতে কোনও বদল হয়নি।
দীঘা রুটে ছুটবে বিশেষ ট্রেন
শুধু তাই নয়, আজ ১৮ অক্টোবর বিভিন্ন রুটে ছয়টি স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল। তালিকায় রয়েছে ট্রেন নম্বর ০৮১০৯ শালিমার পার্টনা স্পেশাল, ০৮৬২৯ রাঁচি গোরখপুর স্পেশাল, ০৮১০৫ রাঁচি-জয়নগর স্পেশাল, ০৩৪৬৬ দিঘা মালদা টাউন স্পেশাল, ০৬০৯৬ সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্পেশাল এবং ০৮৬২১ রাঁচি-কামাখ্যা স্পেশাল।
কালীপুজো স্পেশাল মেট্রো চালাবে রেল
অপরদিকে কালীপুজো স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে, কলকাতা মেট্রো রেলওয়ে ২০ অক্টোবর সোমবার তাদের ব্লু লাইনে বিশেষ রাতের পরিষেবা ঘোষণা করেছে।কালীপুজোর রাতে, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের শেষ ট্রেনটি রাত ৯:২৮-এর পরিবর্তে রাত ১০:৫১ মিনিটে ছাড়বে। একইভাবে, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ ট্রেনটি রাত ৯:৩৩-এর স্বাভাবিক সময়সূচীর পরিবর্তে রাত ১১:০০ মিনিটে ছাড়বে। এই এক্সটেনশনের ফলে ভক্তরা গভীর রাত পর্যন্ত অতিরিক্ত ভ্রমণের বিকল্প পাবেন।