সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রী থেকে শুরু করে পর্যটকদের জন্য রইল দারুণ সুখবর। ফের একবার পাঁশকুঁড়া-দিঘা লোকালের সময়সীমা বাড়াল রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে যেদিন থেকে এই ট্রেন পরিষেবা শুরু হয়েছে সেদিন থেকে সকলের সুবিধাই হয়েছে। বেশিরভাগ মানুষই চাইছেন এই ট্রেন পরিষেবা পাকাপাকিভাবে করে দিন রেল। যদিও রেলের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এই ট্রেনের পরিষেবা দিনে দিনে বাড়ানো হচ্ছে।
ফের চলবে দিঘা স্পেশাল ট্রেন
এই দিঘা স্পেশাল ট্রেনটি সমুদ্রপ্রেমীদের জন্য একদম সোনায় সোহাগা হয়েছে। অবশ্য যারা অন্যান্য কাজের জন্য এই ট্রেন ব্যবহার করেন তাঁদের জন্যও সুবিধের হবে। যাইহোক, ট্রেন নম্বর ০৮১১৯ এবং ০৮১২০ পাঁশকুড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটির আজ শেষ দিন ছিল। তবে রেল সূত্রে খবর, ১১ জুলাই, ২০২৫ থেকে ২৪ জুলাই, ২০২৫ সাল অবধি চালানো হবে। অর্থাৎ টানা দুই সপ্তাহ চলবে এই ট্রেন।
দিঘায় পর্যটকদের ভিড় বাড়ছে
এমনিতে সারাবছরই পর্যটকদের ভিড়ে গিজগিজ করে দিঘা। তবে এবার দোসর হয়েছে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাস পরিষেবা শুরু হয়েছে। কাটোয়া, পুরুলিয়ার মতো জায়গা থেকে চালু হয়েছে দিঘার সরকারি বাস। তাছাড়াও কলকাতা হয়ে উত্তরবঙ্গের ছ’টি জায়গা যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা থেকে দিঘার বাসও চলাচল করছে। এহেন পরিস্থিতিতে পাঁশকুড়া -দিঘা লোকাল ট্রেনের পরিষেবা আরও ২ সপ্তাহ বাড়ানোয় খুশি সকলে।
আরও পড়ুনঃ অন্ধকারে ভারতীয় ফুটবল, FIFA র্যাঙ্কিংয়ে বিরাট পতন! করুণ অবস্থা পাকিস্তান, বাংলাদেশের
ভাড়া ও টাইমটেবিল
সবথেকে বড় কথা, এই ট্রেনে করে আপনি অত্যন্ত কম টাকায় দিঘা পৌঁছাতে পারেন। পাঁশকুড়া স্টেশন থেকে প্রতিদিন সকাল ১১টায় ট্রেনটি ছাড়বে। দুপুর ১টা ৫০ মিনিটে তা দিঘায় পৌঁছবে। অন্যদিকে, দিঘা থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ট্রেনটি ছাড়বে। পাঁশকুড়ায় পৌঁছবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। প্রসঙ্গত, পাঁশকুড়া থেকে দিঘা যাওয়ার জন্য লোকালে ভাড়া ৩০ টাকা এবং একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াতের জন্য ন্যূনতম ভাড়া ১০ টাকা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |