সহেলি মিত্র, কলকাতা: এবার জনপ্ৰিয় ট্রেন পুরুলিয়া এক্সপ্রেস (Purulia Express) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল। বাঁকুড়া, মেদিনীপুর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়ায় এই ট্রেনটি। যদিও এই ট্রেনের বিরুদ্ধে একটু তকমা রয়েছে। আর সেটা হল ‘লেট লতিফ’। এর বড় কারণ হল রেক শেয়ারিং। হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের সঙ্গে রেক শেয়ার করে পুরুলিয়া এক্সপ্রেস। যে কারণে প্রায়শই ট্রেনটি লেট করে বলে অভিযোগ। তবে এবার ট্রেনের এই তকমা ঘোচাতে বড় সিদ্ধান্ত নিল রেল। নিশ্চয়ই ভাবছেন কী সিদ্ধান্ত? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
বড় সিদ্ধান্ত নিল রেল
পুরুলিয়া এক্সপ্রেস যাতে আগামী দিনে আর লেট না করে সেজন্য দক্ষিণ–পূর্ব রেলের আদ্রার ডিআরএম সুমিত নারুলা বড় ঘোষণা করেছেন। তিনি জানালেন, এই ট্রেনের রেক শেয়ারিং বন্ধ করে আগের মতো চালানোর জন্য চেষ্টা করছেন। অর্থাৎ আগামী দিনে ট্রেন আর লেট হবে না বলে আশা করা হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, ভোরে পুরুলিয়া থেকে হাওড়ার পথে কিছুটা সঠিক সময়ে চললেও বিকেলে পুরুলিয়া ফেরার সময়ে অধিকাংশ দিনই ট্রেনটি দেরি করে। নির্ধারিত সময় রাত সাড়ে ১০টা হলেও গভীর রাতে, কিন্তু ট্রেনটি আরও দেরি করে। ভোর রাতে ঢোকারও নজির রয়েছে পুরুলিয়া এক্সপ্রেসের। আর এই নিয়েই বারবার বিরক্ত যাত্রীরা। রেলের কাছে ভুরিভুরি অভিযোগও জমা পড়েছে এই সংক্রান্ত। তবে এবার সেই সমস্যা মিটবে বলে আশ্বাস রেলের।
আরও পড়ুনঃ পাকিস্তানে বাঁধল গৃহযুদ্ধ? মুখোমুখি সংঘর্ষে পাক সেনা-পুলিশ! ভাইরাল ভিডিও
বাড়বে কোচ সংখ্যাও
যাত্রীদের সুবিধার্থে ট্রেনের কোচ সংখ্যাও বাড়ানো হবে বলে দাবি রেলের। ডিআরএম বলেন, ‘আগে পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া গিয়ে রক্ষণাবেক্ষণের জন্য সাঁতরাগাছি যেত। সেখান থেকে আবার হাওড়া এসে রওনা দিত পুরুলিয়ার উদ্দেশে। এখন হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়া পৌঁছনোর পরে সেটিই পুরুলিয়া এক্সপ্রেস হয়ে যায়। রাঁচি ইন্টারসিটি দেরি করলে স্বাভাবিক ভাবে তার প্রভাব পড়ে পুরুলিয়া এক্সপ্রেসের উপরে। এই ট্রেনটিকে ডি-লিঙ্ক করার জন্য আমি অনুরোধ করেছি। সাঁতরাগাছি এবং রাঁচিতে এলএইচবি রেক রক্ষণাবেক্ষণ হয়। সাঁতরাগাছিতে নতুন লাইনের কাজ মে বা জুন মাসে শেষ হলে সুবিধা হবে। তখন সমস্যার সমাধান হতে পারে।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |