প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বর পড়তে না পড়তেই উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে বিশেষ জোর দিল শিক্ষা দফতর। দফায় দফায় কাউন্সেলিংয়ের মাধ্যমে আগেই বহু চাকরিপ্রার্থীদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়েছে। এ বার ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাধিক কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত শূন্যপদ পূরণ করা হবে বলে জানানো হয়েছে। আর সেই কারণে এবার পুনরায় দ্বিতীয় কাউন্সেলিং এর দিন ঘোষণা করল SSC।
দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে চলেছে SSC
কমিশন এর তরফ থেকে জানানো হয়েছে যে SSC-র নিয়ম অনুযায়ী প্যানেলভুক্ত যে সমস্ত চাকরিপ্রার্থী ইতিমধ্যে সুপারিশপত্র গ্রহণ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেননি, তাঁদের সম্পূর্ণ তালিকা তৈরি করা হচ্ছে। যতদিন না পর্যন্ত সেই তালিকা হাতে পাওয়া যাচ্ছে, ততদিন ওয়েটিং লিস্টের আপডেটেড ভ্যাকেন্সি তৈরি করা সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী, সুপরিশপত্র পাওয়ার পর ৪২ দিনের মধ্যে চাকরিতে যোগ দিতে হবে। যদি তা না হয়, তা হলে ধরে নেওয়া হবে, ওই পদটি শূন্য। তাই বছর শেষে হাতে থাকা তথ্যের উপর ভিত্তি করে দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে চলেছে SSC।
২৬০০-র কাছাকাছি চাকরিপ্রার্থীর নাম রয়েছে
ইতিমধ্যে প্যানেলভুক্ত ৮,৭৪৯ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং সম্পূর্ণ হয়েছে। এঁদের মধ্যে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২,০৭২। আর এবার উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। আগামী ১৭ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে তাঁদের ডাকতে চলেছে SSC। প্রায় ৫২১৭ জন অপেক্ষারত চাকরিপ্রার্থী রয়েছেন বলে এসএসসি সূত্রে খবর। ইতিমধ্যেই কমিশনের তরফে কাউন্সেলিংয়ের যে সূচি প্রকাশ করা হয়েছে, সেখানে প্রায় ২৬০০-র কাছাকাছি চাকরিপ্রার্থীর নাম রয়েছে।
এই প্রসঙ্গে, SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “আশা করছি, এ বারও আমরা আগের বারের মতো কাউন্সেলিং প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পারব। চাকরিপ্রার্থীদের সব রকম সুবিধার কথা মাথায় রেখে আমরা কাউন্সেলিং প্রসেস চালিয়ে যাব।” অন্যদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান “আমরা যতটুকু নিয়ম জানি, তাতে যাঁরা ইতিমধ্যেই কাউন্সেলিং-এ স্কুল পছন্দ করেছেন, তাঁদের জয়েনিং সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত ভ্যাকেন্সি আপডেটেড হবে না। সেক্ষেত্রে ‘নন জয়েনিং ভ্যাকেন্সি’ আপডেট করেই ওয়েটিং লিস্টের কাউন্সেলিং করা উচিত ছিল। তা হলে ভ্যাকেন্সি নিয়ে কোনও বিতর্ক হত না।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |