৩৪০০ অযোগ্যর তালিকা প্রকাশ করবে SSC, কবে?

Published:

SSC Breaking News Commission will publish 3400 tainted list of group C and D group
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই গ্রুপ সি এবং গ্রুপ ডি তে নিয়োগের জন্য শুরু হবে আবেদন। আর তার আগেই উঠে আসছে বিরাট খবর (SSC Breaking News)। জানা গিয়েছে, শিক্ষকদের পর এবার সি এবং ডি গ্রুপের অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ঠিক কবে টেইন্টেড তালিকা প্রকাশ্যে আনবে SSC?

আদালতে তালিকা দিল কমিশন

রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই আদালতের কাছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অযোগ্যদের তালিকা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকা অনুযায়ী, এই মুহূর্তে নাকি গ্রুপ সি তে 1100 জন ব্যক্তি অযোগ্য। অন্যদিকে ডি গ্রুপে কমপক্ষে 2300 জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কমিশন ঠিক করেছে, আগামীতে যোগ্য ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে যাতে কোনও রকম সমস্যা তৈরি না হয়, সেজন্য গ্রুপ ডি এবং গ্রুপ সি তে অযোগ্য ছেলেমেয়েদের তালিকা প্রকাশ করা হবে।

কবে অযোগ্যদের তালিকা প্রকাশ করবে কমিশন?

সি এবং ডি গ্রুপ মিলিয়ে মোট 3400 জনকে অযোগ্য বলে চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই শিক্ষা দপ্তর সূত্রে খবর। শোনা যাচ্ছে, আগামীকাল বাদে পরশু অর্থাৎ 3 তারিখ গ্রুপ সি এবং গ্রুপ ডি তে নিয়োগের জন্য আবেদন গ্রহণের কাজ শুরু হচ্ছে। আর এর ঠিক আগেই অযোগ্যদের তালিকা দিয়ে দেবে SSC। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটেই এই তালিকা প্রকাশিত হতে পারে। বলা বাহুল্য, অযোগ্য হিসেবে চিহ্নিত ব্যক্তিরা পরবর্তীতে নতুন নিয়োগের ক্ষেত্রে আবেদন জমা করতে পারবেন না।

অবশ্যই পড়ুন: ভারতে প্রত্যাবর্তন ফোর্ডের! বিনিয়োগ করবে ৩,২৫০ কোটি

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের 7 এবং 14 তারিখ যথাক্রমে SSC র নবম-দশম এবং দ্বাদশ-একাদশের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছিল। নভেম্বরের শুরুতেই সেই পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। পরীক্ষার মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে কমিশন। গত 25 সেপ্টেম্বর পর্যন্ত সেই উত্তরে চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছেন চাকরিপ্রার্থীরা। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই নিয়ম মেনে জমা পড়েছে 534টি আবেদন পত্র। এবার সেগুলিই খতিয়ে দেখা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join