প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি এসএসসি (SSC) চাকরিহারাদের বিকাশভবন অভিযান এক চরম আকার নিয়েছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে অনেকেই আক্রান্ত হয়েছিল। রাতে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে চাকরিহারাদের তুলে দেয়। এখনও আন্দোলন জারি চাকরিহারা যোগ্য শিক্ষকদের। আর এই আবহেই বৃহত্তর আন্দোলনের ডাক দিল চাকরি হারারা। শনিবার অবস্থান মঞ্চ থেকে সাংবাদিক বৈঠকে এমনই দাবি তুলে ধরলেন তাঁরা।
আন্দোলনের অবস্থান পরিবর্তন চাকরিহারাদের
সম্প্রতি কলকাতা হাইকোর্ট চাকরিহারা আন্দোলনকে ঘিরে নির্দেশ দিয়েছিল যে চাকরিহারা শিক্ষক–শিক্ষিকারা যেন বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান তুলে নেন। এবং এর বদলে সেন্ট্রাল পার্ক লাগোয়া বইমেলা প্রাঙ্গণ চত্বরে নতুন করে অবস্থান শুরু করেন। আর এবার সেই নির্দেশ মেনেই বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান তুলে নেন চাকরিহারা শিক্ষকরা। তবে এই আন্দোলনের পথ থেকে কোনওভাবেই তাঁরা সরে আসবেন না বলে আজও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তাঁরা। এমনকি রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দেয় চাকরিহারা শিক্ষকরা। রীতিমত সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয় প্রশাসনকে।
বৃহত্তর আন্দোলনের ডাক বিক্ষোভকারীদের
এতদিন ধরে চাকরিহারা শিক্ষকরা দাবি জানিয়ে আসছে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করতে চান। কিন্তু প্রতিবার কোনো না কোনো কারণ দেখিয়ে সেই পরিকল্পনা ভঙ্গ করে দেয় রাজ্য পুলিশ। এমনকি দেখা করার প্রতিশ্রুতি দিলেও কোনো লাভ হয়নি। ইমেল করা থেকে শুরু করে চিঠি লিখেও মেলেনি শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ। যার দরুন এবার অন্য উপায় বের করল চাকরিহারা শিক্ষকরা।
সূত্রের খবর, আজ শনিবার, সাংবাদিক বৈঠকের আয়োজন করে আন্দোলনকারীরা। এবং অন ক্যামেরায় তাঁরা জানান আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করার দাবি জানানো হচ্ছে। যদি সেটা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দিল চাকরিহারারা।
আরও পড়ুন: কর নিয়ে চিন্তার দিন শেষ! পঞ্চায়েতগুলোকে বিরাট নির্দেশ নবান্নর
এছাড়াও, সাংবাদিক বৈঠকে চাকরিহারা শিক্ষকরা আরও জানিয়ে দেন যে, রাজ্যের শাসক ও বিরোধী দলের যত সাংসদ আছেন, সকলের কাছেই নিজেদের বক্তব্য লিখে চিঠি দেওয়া হবে। শুধু তাই নয় রাজ্যে তাঁদের সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক করার দাবিও তোলা হবে লিখিত চিঠিতে। আলোচনার মূল কেন্দ্র হবে কেমন করে চাকরি ফেরানো যায় সেটা নিয়ে আলোচনা করা। এবং সংসদেও যাতে বিষয়টি ওঠে সেটা নিয়ে সাংসদদের কাছে আর্জিও জানানো হবে বলে আজকের সাংবাদিক বৈঠকে তাঁরা জানান।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |