Indiahood-nabobarsho

চাকরির ন্যায্য দাবিতে DI অফিস অভিযান, মহিলা শিক্ষকদের উপর লাঠিচার্জ পুলিশের

Published on:

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবারের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে রাতারাতি এসএসসি (SSC) থেকে বঞ্চিত হল প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী। ২০২৪ এ কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে দেশের শীর্ষ আদালত নিয়োগে অসঙ্গতি এবং দূর্নীতির ছাপ দেখে ২০১৬ সালের গোটা প্যানেল সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। যার ফলে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এদিকে সুপ্রিম কোর্টের রায়ে গত সোমবার নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘যোগ্য’-দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কিন্তু তাতে ‘সন্তুষ্ট’ নন বহু চাকরিহারা। চাকরি পাওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে জোর ধস্তাধস্তি শুরু হয় কসবায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

সুপ্রিম কোর্টের রায়ে এক সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু এখনও চাকরিহারাদের নিয়ে কোনো কিছু ঘোষণা করল না রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। আর সেই কারণেই আজ ওয়েব সাইটে ও.এম.আর শিটের ‘মিরর ইমেজ প্রকাশ’ ও ‘সম্মানের সঙ্গে চাকরিতে পূনর্বহালে’র দাবিতে জেলায় জেলায় DI অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। পূর্বনির্ধারিত সেই দাবি অনুযায়ী কসবায় DI অফিসের সামনে চাকরিহারাদের বিক্ষোভ শুরু হয়েছে। সেই সময়ই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। একাধিক মহিলাকেও বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। আর সেই লাঠির আঘাতে বহু চাকরি হারা শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ধাক্কাধাক্কিতে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলেও জানা যাচ্ছে।

ন্যায্য দাবি জানাতে গিয়ে ধস্তাধস্তি

পুলিশের এই ভয়ংকর আচরণ দেখে রীতিমত ক্ষুব্ধ আন্দোলনরত চাকরিহারারা। জানা গিয়েছে কসবায় DI অফিসের সামনে কয়েকশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অভিযান করেন। অফিসের বন্ধ গেট টপকে বহু শিক্ষক-শিক্ষিকা ঢুকে পড়েন এবং ধর্নায় বসে যান। তখনই শুরু হয় পুলিশের ধাক্কাধাক্কি। আর এই ঝঞ্ঝাটে বহু আন্দোলনরত মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলেও জানা যাচ্ছে। শিক্ষক-শিক্ষিকাদের দাবি, “ আজ আমরা ন্যায্য চাকরি ফেরানোর দাবি জানাতে এসেছিলাম DI অফিসে। শুধু এটাই কি আমাদের অন্যায়! আর সেই কারণেই এমন ভাবে মার খেতে হল।” অন্যদিকে স্পর্শকাতর জায়গা দেখে পুলিশ মারছে বলে মারাত্মক অভিযোগ জানিয়েছেন এক মহিলা চাকরি প্রার্থী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ভারতে প্রথম, বিশ্বে দ্বিতীয়! ধীরগতির শহরের তালিকায় লজ্জার রেকর্ড কলকাতার নামে

এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিহারাদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। রাতারাতি এত বছরের চাকরি হারিয়ে ভবিষ্যৎ এ কী করণীয়, কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া যাবে সেই ব্যাপারে পরামর্শ নিতে চাকরি হারাদের প্রতিনিধি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যায়। জানা গিয়েছে এবার অভিজিৎ এর সঙ্গেই চাকরিহারারা যাবেন SSC ভবনে। দেখা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে। এরপর বিকাশভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। থাকবেন চাকরিহারা শিক্ষিক-শিক্ষিকারাও।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group