প্রথম দিনেই ১০ হাজার আবেদন, ব্রাত্য বসুর আবেদনে সাড়া চাকরিপ্রার্থীদের

Published:

SSC
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১৬ জুন অর্থাৎ সোমবার বিকেল থেকে SSC পরীক্ষার আবেদন পোর্টাল চালু হওয়ার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারণে সেই পোর্টাল রাতে খোলে। কিন্তু পোর্টাল খুলতেই অবাক হয়ে যায় সকলে। এসএসসি–র নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের অনলাইন আবেদনের প্রথম ১৫ ঘণ্টায় ১০ হাজার চাকরিপ্রার্থী আবেদনের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন। জানা গিয়েছে এই পোর্টাল ১৪ জুলাই পর্যন্ত খোলা থাকবে।

১০ হাজারের বেশি আবেদন

SSC-র তরফে জানা হয়েছে যে সোমবার রাত দশটা নাগাদ নয়া শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন নেওয়ার কাজ শুরু হলে আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকছে। ইতিমধ্যেই শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

সুপ্রিমের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মধ্যে সিংহভাগ শিক্ষক পরীক্ষায় বসবেন বলে অনলাইনে অবশেষে আবেদন শুরু করে দিয়েছেন। যা নিয়ে বেশ খুশি এসএসসি। তবে একাংশ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা পরীক্ষায় বসবেন না বলে অনড় হয়ে রয়েছেন।

কী বলছেন শিক্ষামন্ত্রী?

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে, “আমার কাছে যা খবর এসেছে, তাতে ইতিমধ্যেই প্রচুর আবেদন জমা পড়েছে। আশা রাখছি আরও আবেদন জমা পড়বে। তবে যে সব ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক ফর্ম ফিলাপ করবেন না ও পরীক্ষা দেবেন না বলেছেন, তাঁদের উদ্দেশে আমার আর্জি, সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা হচ্ছে। তাই এই ধরনের কোন‌ও হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে আবেদন করুন। রাজ্য সরকার এবং SSC আপনাদের সবরকম সাহায্য করবে।”

এদিকে গত বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের অদূরে সেন্ট্রাল পার্কে অনশনে বসেন ১০ জন শিক্ষক-শিক্ষিকা।

আরও পড়ুন: OBC মামলার রায়ে বিস্ফোরক কুণাল ঘোষ! বিচারপতি মান্থার ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন

কিন্তু জানা গিয়েছে অনশনরত এই ১০ জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ায় এদিন নতুন করে ৬ জন অনশনে বসেছেন। এর মধ্যে এক দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষকও রয়েছেন। তাঁরা নতুন নিয়োগ পরীক্ষার ফর্ম পূরণ না করার ব্যাপারে অনড় হয়ে হয়েছিলেন। কোনও ভাবেই পরীক্ষার ফর্ম পূরণ করবেন না তাঁরা। উল্টে আজ, বুধবার ‘নোটিফিকেশন দহন’ কর্মসূচি পালন করবেন চাকরিহারারা। সল্টলেকে বিকাশ ভবনের উল্টো দিকে, SSC–র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পোড়ানো হবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join