প্রীতি পোদ্দার, কলকাতা: একই দিনে পরপর রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে আজ। তাই বলা যায় আজকের দিনটি পশ্চিমবঙ্গের জন্য সুপ্রিম কোর্টে ‘মেগা ডে’ হতে চলেছে। যেই তিনটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেগুলি হল স্কুল সার্ভিস কমিশন বা SSC নিয়োগ দুর্নীতি মামলা, OBC শংসাপত্র বাতিল মামলা এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা DA সংক্রান্ত মামলা। এককথায় এই তিনটি মামলাও কিন্তু আজ রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। শুনানির ওপর নির্ভর করতে চলেছে শাসকদলের সিংহাসন দখলের সম্ভাবনা।
SSC নিয়োগ দুর্নীতি মামলা
গত বছর ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। এবং বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছিল যে পুরো নিয়োগ প্রক্রিয়াতেই গণ্ডগোল রয়েছে। কিন্তু রাজ্য সরকারের তরফে দাবি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় যথাযথ নয়। এবং ১৯,০০০ জনের চাকরি বৈধ। যার ফলে মামলা ওঠে সুপ্রিম কোর্টে। কমিশনের তরফে দাবি করা হয়েছে যে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির শুনানি প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে হতে পারে।
এদিকে এই মামলার শেষ শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার উপরে জোর দিতে বলেছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছিলেন, কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করা হবে, না কি যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের আলাদা করা তা বিবেচনা করা হবে। এবং তিনি এও স্পষ্ট জানিয়েছিলেন যে যোগ্য-অযোগ্য বাছাই করা না-গেলে পুরো প্যানেল বাতিল বাতিল করে দেওয়া হবে।
বকেয়া মহার্ঘ ভাতা মামলা
আজ সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানি হওয়ার কথা আছে। ২০১৬ সাল থেকে চলে আসছে এই মামলা। হাইকোর্টে সরকারী কর্মীদের এই মামলার জয় পেলেও ২০২২ সালের মে’তে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া DA মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে DA মামলা। গত বছর অর্থাৎ ২০২৪ সালের নভেম্বরের ৩ তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের DA নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। কিন্তু এর পরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। বারংবার পিছিয়েছে মামলা। এবার দেখার পালা শীর্ষ আদালতে আজ মামলার শুনানি কোন পক্ষে দল ভারী করে।
OBC শংসাপত্র বাতিল মামলা
আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ মামলা সংগঠিত হতে চলেছে। আর সেই গুরুত্বপূর্ণ মামলা হল OBC মামলা। ২০১০ সালের পর থেকে রাজ্যের জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়কে তাই এবার চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্যের তরফে দাবি করা হয়, হাইকোর্টের রায়ের ফলে অনেক মানুষের সমস্যা হচ্ছে। সেই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়। তবে আদালতের পর্যবেক্ষণ ছিল, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারও সংরক্ষণ পাওয়া উচিত নয়। আজ সেই মামলার শুনানিতে এক নয়া মোর আসতে চলেছে।
ইস্টবেঙ্গলের ধমকেই হল কাজ? অবশেষে ডার্বি নিয়ে সিদ্ধান্ত নিল মোহনবাগান