আবেদন মানা হল SSC-র! সেপ্টেম্বরেই হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ফলপ্রকাশ অক্টোবরে

Published on:

SSC Recruitment Exam 2025

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে স্কুল সার্ভিস কমিশনের আবেদনে সাড়া দিল স্কুল শিক্ষা দফতর! নির্ধারণ করা হল দ্বিতীয় SLST-র পরীক্ষার দিন! গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি প্যানেলের ভিত্তিতে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করেছিল। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী ৩০ মে নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। ইতিমধ্যেই গত ২১ জুলাই শেষ হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। আর তাতেই পরীক্ষার্থীর সংখ্যা ছাড়িয়েছে অনেক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে হবে পরীক্ষা?

শিক্ষা দফতরের রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় আবেদন করার সময়সীমা শেষ হয়েছে গত ২১ জুলাই বিকেল ৫টায়। আর এই সময়সীমার মধ্যে আবেদন করেছেন মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন। যার মধ্যে ১৩ হাজারের বেশি ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকা আবেদন করেছেন বলে জানিয়েছে SSC। আর এই আবহে এবার SSC-র নয়া নিয়োগ পরীক্ষায় নির্ধারিত হল লিখিত পরীক্ষার দিন। জানা গিয়েছে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষা হবে আগামী ৭ সেপ্টেম্বর, ২০২৫ এবং একাদশ-দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

পরীক্ষার সময়সূচি

গত ১৮ জুলাই স্কুল সার্ভিস কমিশন-এর তরফে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল যে SSC-র নয়া নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখে নেওয়া যেতে পারে। সেই সময় তখন শিক্ষা দপ্তরের তরফে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশেষে স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাবে সায় দিল শিক্ষা দফতর। চলতি বছরের দ্বিতীয় SLST-র পরীক্ষা হবে ৭ ও ১৪ সেপ্টেম্বর। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, ২৪ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ৭ ও ১৪ উভয় দিনই দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা এবং তা চলবে দেড় ঘণ্টা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কবে প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল?

এছাড়াও বিজ্ঞপ্তির মাধ্যমে এও জানানো হয়েছে যে, দৃষ্টিশক্তিহীন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন পরীক্ষার সময়। পাশাপাশি পরীক্ষার অন্যান্য নিয়ম শীঘ্রই জানানো হবে বলে স্পষ্ট জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আশা করা যাচ্ছে যদি নির্দিষ্ট দিনে পরীক্ষা সম্পন্ন হয় তাহলে অক্টোবরের চতুর্থ সপ্তাহে SSC পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। পাশাপাশি, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে SSC।

আরও পড়ুন: জোর করে জরিমানা থেকে চিঠি ছাড়া লাইসেন্স বাজেয়াপ্ত আর নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, ২০১৬ সালের SSC নিয়োগের পরীক্ষার নিরিখে যে সকল আবেদীন জমা পড়েছে তার মধ্যে নবম-দশম শ্রেণিতে শিক্ষকতার জন্য আবেদন করেছেন ৩ লক্ষ ২৯ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী। এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য আবেদন করেছে ২ লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী। সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ৩০ হাজার আবেদন বেশি জমা পড়েছে।

তবে পরীক্ষার দিনক্ষণ ঘোষিত হলেও পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা যাচ্ছে শীঘ্রই উচ্চ পর্যায়ে প্রশাসনিক বৈঠক ডাকা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group