দুর্নীতির বিরুদ্ধে পথে নেমেই হল কাল! বেতন কাটা গেল চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের

Published on:

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: SSC-র বিরুদ্ধে আন্দোলন করাই হল কাল! একমাসের বেতন থেকে ১৫ হাজার ৪৬৬ টাকা কেটে নেওয়া হল চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসের। চাকরিহারা আন্দোলনকারীদের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে সরব হতেই এহেন পরিণতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবে বেতন কাটা গেলেও এখনই আন্দোলন থেকে সরছেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস।

বেতন কাটা গেল চাকরিহারা শিক্ষকের

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছরের এপ্রিলে চাকরি হারিয়েছে ২০১৬ সালের এসএসসি-র প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে আদালত যুক্তি দিয়েছিল যে, সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয়নি। তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। সেক্ষেত্রে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে বলা হয় কমিশনকে। অন্যদিকে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলেও জানা গিয়েছে, তার জন্য বেতনও পাবেন। তবে আবার পরীক্ষা দিতে হবে চাকরি পেতে। কিন্তু এমতাবস্থায় চুঁচুড়ার কোদালিয়ার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বেতন কাটা গেল।

ক্ষুব্ধ চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস

টিভি ৯ বাংলার রিপোর্ট অনুযায়ী, চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের অভিযোগ, গতকাল অর্থাৎ শুক্রবার তাঁর অ্যাকাউন্টে বেতন ঢুকতেই তিনি দেখেন, বেতন থেকে একধাক্কায় ১৫ হাজার ৪৬৬ টাকা কেটে নেওয়া হয়েছে। যা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। আসলে চাকরি হারানোর পর বিভিন্ন আন্দোলনকারীদের সঙ্গে তিনিও বিক্ষোভে শামিল হয়েছিলেন। সেই কারণে বিদ্যালয়ে কয়েকদিন উপস্থিত হতে পারেননি, এমনকি আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। আর সেই কারণেই এবার করা হল তাঁর বেতন। সুমন বিশ্বাসের দাবি, “আমরা দীর্ঘদিন ধরে যোগ্য চাকরি ফেরানোর লড়াই লড়ছি। তাই বিদ্যালয়ে যেতে পারছি না। আমাদের যোগ্য চাকরি যদি রাজ্য সরকারের ও এসএসসির দুর্নীতির কারণে না যেত, তাহলে এই আন্দোলন করার প্রয়োজন ছিল না।”

আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সুমনের

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর, নির্ধারিত তারিখেই শুরু হতে চলেছে পরীক্ষা। তার আগে এইরূপ বেতন কাটা নিয়ে বেশ ক্ষুব্ধ যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তবে তাঁর স্পষ্ট কথা যতই বেতন কাটুক না কেন, তিনি আন্দোলন থেকে সরে আসছেন না। তিনি বলেন, “রাজ্য সরকার, পুলিশমন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যোগ্যদের আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য আমাকে ১৮ আগস্ট আটক করেছিলেন। ভয় দেখাচ্ছেন। আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। আবার এখন চেষ্টা করছে যাতে আমরা সপরিবারে না খেতে পেয়ে মরে যাই। তবে আমি বলতে চাই, আমার বেতন সব কেটে নিলেও এই দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করে যাব।”

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন: কাঁধে দেহ নিয়ে হাঁটু সমান জল কাদা পেরিয়ে যেতে হয় শ্মশানে! বেহাল দশা বীরভূমের লাভপুরে

প্রসঙ্গত, সুমন বিশ্বাস বেথুয়াডহরী মেজপোতা হাইস্কুলের জীবন বিজ্ঞানের সহ শিক্ষক। গত ১৮ আগস্ট, এসএসসি অভিযানে অশান্তি ছকের অভিযোগে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে আটক করেছিল পুলিশ। গ্রেফতার করে বিধাননগর পুলিশ। আদি সপ্তগ্রাম স্টেশনে তাঁকে আটক করেছিল পুলিশ। এমনকি তাঁর বাড়িতেও গিয়েছিল পুলিশ করা হয় তল্লাশি। যা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে হুলস্থুল কান্ড পড়ে যায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥