প্রীতি পোদ্দার, কলকাতা: ১ সপ্তাহ আগে গত বৃহস্পতিবারই এসএসসি (SSC) দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার কর্মীর চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়কেই বহাল রেখে শীর্ষ আদালতের এই রায় মেনে নিতে পারেনি কেউ। অযোগ্যদের জন্য বলির পাঠা হতে হয়েছে সকলকে। তাই চোখের জল ধরে রাখতে পারেননি বহু চাকরিহারা। রাজ্য জুড়ে এই এসএসসির চাকরিহারাদের ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে। আর এই আবহে স্কুলগুলির বেতন পোর্টাল খুলে গেল। যা দেখে খানিকটা স্বস্তি ফিরেছে চাকরিহারাদের।
পোর্টালে নামের তালিকা পরিবর্তন হয়নি
বেতন পোর্টালে শিক্ষকদের বেতন আপডেট করতে হয় প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে। এবারেও তাই হয়েছে। স্ব প্রতি খুলেছে স্কুলগুলির বেতন পোর্টাল। সেখানে দেখা যাচ্ছে, আগের মাসে পোর্টালে যে নামের তালিকা ছিল, সেই তালিকা অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ সেখানে রয়েছে সদ্যই চাকরিহারা সেই ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীদের নাম। যা দেখে কিছুটা স্বস্তি ফিরেছে চাকরিপ্রার্থীদের মনে। তবে এই নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ বহু চাকরিহারার মনে প্রশ্ন রয়েছে, পোর্টালে নাম থাকলেই কি হাতে বেতন পাওয়া যাবে? এদিকে মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে বেতন পোর্টাল খোলার পর পরই অনেক স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা স্যালারি সংক্রান্ত রিকুইজিশন সাবমিট করেছেন অনলাইনে। আর ইতিমধ্যেই চাকরিহারাদের যাতে প্রাপ্য বেতন দেওয়া হয়, তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
কী বলছেন শিক্ষামন্ত্রী?
বেতন পোর্টাল সংক্রান্ত বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন,’আমরা পোর্টাল আপডেট করব। কোথাও বেতন বন্ধের কোনও নির্দেশ দেওয়া হয়েছে কিনা, সেই সম্পর্কে জানতে ভালো ভাবে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আমাদের জানতে হবে। আমার আইনি পদক্ষেপ নিচ্ছি। তবে, এখনও আশঙ্কামুক্ত নন চাকরিহারা ‘যোগ্য’রা।” এছাড়াও চাকরিহারাদের প্রসঙ্গে তিনি বলেন, “ওঁরা যে কোনও একটা পন্থায় থাকুন, হয় আন্দোলন করুন, নয়তো আলোচনা করুন.. ওঁরা যে কোনও পন্থা নিতে পারেন, আমরা শান্ত ভাবে, মানবিকভাবে সাহায্য করতে বদ্ধপরিকর।” শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই তিনি চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন।
আজও রাজপথে মিছিল চাকরিহারাদের
এদিকে, গতকাল অর্থাৎ বুধবার কিছু কিছু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ দেখা যায় চাকরিহারাদের। চাকরি ফেরানোর দাবিতে বহু জেলায় ডিআই অফিসের সামনে অভিযান করেন চাকরিহারারা। আর এই অভিযানেই ধুন্ধুমার কাণ্ড ঘটে কলকাতার কসবায় ডিআই অফিসের সামনে। সেখানে শিক্ষক ও পুলিশের মধ্যে জোর সংঘর্ষ হয়। আহত হয়েছেন দু’পক্ষের অনেকের। পুলিশের বিরুদ্ধে এক শিক্ষককে লাথি মারার অভিযোগ ওঠে। যা নিয়ে উথাল পাঠাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এদিকে, ঘটনার আগে, গত সোমবারই চাকরিহারাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা নিয়েও বেশ জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই আবহে জানা গিয়েছে আজ, বৃহস্পতিবার রাজপথে মিছিলে নামবেন চাকরিহারাদের একাংশ।
আরও পড়ুনঃ রোহিত কন্যার স্কুল ফি-র টাকায় কেনা যাবে বিলাসবহুল গাড়ি! অঙ্ক জানলে ভিমড়ি খাবেন
সূত্রের খবর, শিয়ালদা থেকে রানি রাসমণি পর্যন্ত চাকরিহারাদের একাংশ রাজপথের মিছিল করবে। এরপর আগামীকাল এসএসসি অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। আবার আগামীকাল স্কুল পরিদর্শকের দফতরের সামনে অবস্থান করবেন। সেখান থেকেই শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা দফতরের বৈঠকে যাবেন বলে অনেকে বলছেন। গতকাল রাতে স্কুল পরিদর্শকের দফতরের সামনে চাকরিহারাদের কয়েক জনকে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল। তাঁদের দাবি ছিল মিরর ইমেজ প্রকাশ না করা পর্যন্ত তাঁরা তাঁদের বিক্ষোভ চালিয়ে যাবেন। এবার দেখার পালা আজকের রাজপথের এই মিছিল কতটা সফল হয় চাকরিহারাদের।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |