একাদশ-দ্বাদশ নিয়োগের উত্তরপত্র প্রকাশ, কীভাবে দেখবেন? SSC রেজাল্ট কবে?

Published on:

ssc

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর মুখে বিরাট চমক হবু শিক্ষকদের জন্য। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগের উত্তরপত্র সামনে আনল SSC। জানা গিয়েছে, আসন্ন এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com-এর মাধ্যমে অস্থায়ী উত্তরপত্রটি পরীক্ষা করে ডাউনলোড করতে পারবেন।

একাদশ-দ্বাদশ নিয়োগের উত্তরপত্র প্রকাশ করল SSC

সামনেই রয়েছে দুর্গাপুজো। আর এই পুজোকে ঘিরে সকলের উত্তেজনা এক কথায় তুঙ্গে রয়েছে। সাজো সাজো রব চারিদিকে। এসবের মধ্যে একাদশ-দ্বাদশ নিয়োগের উত্তরপত্র প্রকাশ করে ফেলল স্কুল সার্ভিস কমিশন। এই অ্যানসার কি নিয়ে যদি কেউ আপত্তি জানাতে চান তাহলে তাঁদের জন্য আপাতত উইন্ডোটি ২০ সেপ্টেম্বর খোলা হয়েছে এবং ২৫ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত খোলা থাকবে। যে সকল প্রার্থী আপত্তি জানাতে চান তারা প্রতি প্রশ্নের জন্য ১০০ টাকা ফি দিয়ে আপত্তি জানাতে পারবেন । প্রতিটি পরামর্শ/আপত্তির সাথে দুটি অবশ্যই একাডেমিক রেফারেন্স থাকতে হবে।

প্রার্থীদের আবেদন পোর্টালের লগ ইন পেজের মাধ্যমে এই ধরনের পরামর্শ/আপত্তি জমা দিতে হবে। বিশেষজ্ঞ কমিটির মতামত অনুসারে, পরামর্শ/আপত্তি বৈধ প্রমাণিত হলে ফি পরিশোধ ফেরত দেওয়া হবে।

WBSSC Answer Key 2025 কীভাবে ডাউনলোড করবেন?

১. WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে।

২.এরপর WBSSC Answer Key লিঙ্কে ক্লিক করুন এবং একটি নতুন পেজ খুলবে।

৩. একাদশ ও দ্বাদশ শ্রেণীর WBSSC Answer Key 2025 লিঙ্কে ক্লিক করুন।

৪. একটি PDF ফাইল খুলবে যেখানে প্রার্থীরা উত্তরগুলি পরীক্ষা করতে পারবেন।

৫. ফাইলটি ডাউনলোড করুন এবং আরও প্রয়োজনে এর একটি হার্ড কপি রাখুন।

আরও বিশদে জানতে প্রার্থীরা WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন।

SSC-র রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে?

এখন প্রশ্ন হচ্ছে SSC-র রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে? এর আগে জানা গিয়েছিল যে, পুজোর আগে রেজাল্ট প্রকাশিত হতে পারে। তবে আপাতত আর সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই আশা করা যাচ্ছে যে, কালীপুজোর আগে প্রকাশিত হতে পারে SSC Result। তবে দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥