Indiahood-nabobarsho

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই… বিবৃতি SSC-র, মুখ খুললেন ব্রাত্য বসুও! বড় সিদ্ধান্ত চাকরিহারাদের

Published on:

chakrihara

প্রীতি পোদ্দার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে রাতারাতি এসএসসি- র (SSC) প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল রায়ের পর থেকে চাকরিহারাদের একটাই দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এমনকি ওই দাবি নিয়ে গত ১১ এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন ‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধিরা। সেই বৈঠকে ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থও। বৈঠক শেষে চাকরিহারারা জানান, ২১ এপ্রিলের মধ্যে ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’দের তালিকা প্রকাশের বিষয়ে আশ্বাস দিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু এবার সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রাত ১২ টায় এসএসসি-র বিবৃতি

গতকাল SSC র তরফে সন্ধে ৬টা নাগাদ তালিকা প্রকাশের কথা বলা হলেও কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য সরকার। কিছুই জানানো হয়নি। বদলে রাত ১২ টা নাগাদ এসএসসি-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা-যাঁরা চাকরিতে বহাল থাকছেন, তাঁরা প্রত্যেকেই বেতন পাবেন। তবে শীর্ষ আদালত জানিয়েছে, যে সব শিক্ষকদের বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি, কেবলমাত্র তাঁরাই ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়ে পড়াতে পারবেন। ঘটনাক্রমে বিবৃতি দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তিনিও একই কথা জানিয়েছেন। সারাদিন অপেক্ষা করার পর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর তা দেখে আন্দোলনকারীদের মধ্য ক্ষোভ আরও বেড়ে গিয়েছে। এর পর গভীর রাতে বিক্ষোভরত চাকরিহারাদের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় পুলিশের।

মহাসমাবেশের ডাক চাকরিহারাদের!

চাকরিহারা বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়ে রাখার চেষ্টা করছে রাজ্য সরকার থেকে এসএসসি। কিন্তু এ বার আর ‘ললিপপ’ নিয়ে বাড়ি ফিরবেন না তাঁরা। তাই রাতভর এসএসসি দফতর ঘেরাও শুরু হয়েছে গতকাল থেকে। তালিকা না পাওয়া পর্যন্ত ওই জায়গা থেকে তাঁরা সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা। আর এই আবহে তাই আজ অর্থাৎ ২২ এপ্রিল মহা সমাবেশের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের ঐক্য মঞ্চ। সাধারণ মানুষদেরও এসএসসি ভবনের সামনে ধর্না অবস্থানে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে। এদিকে গতকাল রাতেই বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে যান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়ারা। কথা বলেন চাকরিহারা শিক্ষকদের সঙ্গে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ কালের নিয়মে হারিয়ে যাওয়া বাংলার এক রেল লাইন, যেই কারণে জংশন তকমা হারায় তারকেশ্বর

বিস্ফোরক অভিযোগ চাকরিহারাদের

ধর্না অবস্থানে আহ্বান জানাতে চিন্ময় মণ্ডল নামে চাকরিহারা এক শিক্ষক বলেন, ‘‘এসএসসি-র কর্তারা এসি ঘরে বসে থাকুন। ওরা স্যালারি পাচ্ছেন। আর আমাদের বলা হচ্ছে, আপাতত স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে। রাজ্যের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীকে বলব, সব ছেড়ে এসএসসি অফিসের সামনে আসুন। রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে একজোট হোন।’’ অন্যদিকে আর এক চাকরিহারা শিক্ষক বলেন, ‘‘ যদি এই ভাবে আমাদের চাকরি কেড়ে নেন, ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিন। ইয়ার্কি পেয়েছে! যে রকম নাচাবে সে রকম নাচব? গুলি করে মেরে দিন।’’ অর্থাৎ আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, তাঁরা যোগ্য-অযোগ্য তালিকা না পাওয়া পর্যন্ত এসএসসি ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন। তাই আজ, মঙ্গলবার দিনভর নজর থাকবে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন এবং এসএসসি ও রাজ্যের পদক্ষেপের দিকে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group