প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল অর্থাৎ শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ হল। গত ১৪ সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। এবার পরীক্ষা গ্রহণের ৫৪ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। কিন্তু পরীক্ষার ফল বেরোলেও নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যত এখনও হাইকোর্টে (Calcutta High Court) ঝুলে রইল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।
ফলাফল বেরোলেও নিয়োগ নিয়ে দুশ্চিন্তা!
স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হলেও এইমুহুর্তে নিয়োগ প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে আরও এক নতুন আইনি জটিলতা। জানা গিয়েছে স্কুল কমিশনের শিক্ষক নিয়োগের অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। যার দরুন বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দেন যে মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ পর্ব শুরু করা যাবে না। অর্থাৎ, আপাতত ফল প্রকাশিত হলেও নিয়োগের প্রক্রিয়া নির্ভর করবে মামলার রায়ের উপর। যার ফলে বেশ দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়েছে চাকরিপ্রার্থীদের। এদিকে আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ নভেম্বর।
কী বলছেন ব্রাত্য বসু?
এসএসসির উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল টুইট করে জানিয়েছেন যে, “এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও অভিভাবকত্বে, রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা আজ নতুন আশার দ্বার উন্মোচন করল। এই ফল প্রকাশ কেবলমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়। বরং ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা।”
আরও পড়ুন: বীরভূমে ছাগল চড়ানোকে কেন্দ্র করে শাসকদলে গোষ্ঠীদ্বন্দ্ব! গণপ্রহারে মৃত্যু তৃণমূল কর্মীর
চাকরিহারাদের বার্তা ব্রাত্যর
চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে এদিন ব্রাত্য বসু বার্তা দেন যে, “দুশ্চিন্তার কোনও কারণ নেই। রাজ্য সরকার সর্বোতভাবে আপনাদের পাশে আছে। প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে। এবং আস্থা রাখুন, আপনার অপেক্ষা, যোগ্যতা ও নিষ্ঠার মূল্য রাজ্য সর্বদা সম্মান করবে।” সূত্রের খবর, আগামী ১৭ নভেম্বর থেকে উত্তীর্ণদের নথি যাচাইয়ের কাজ শুরু হবে। অন্যদিকে আশা করা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলও কয়েকদিনের মধ্যেই বেরবে। তবে এখন হাইকোর্টের নির্দেশে পুরো নিয়োগ প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে।












