Indiahood-nabobarsho

বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার থেকে DA, এবার কতটা? বাজেটে বড় ঘোষণার পথে পশ্চিমবঙ্গ সরকার

Published on:

west bengal budget 2025

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আগামী ১লা ফেব্রুয়ারি বাজেট প্রকাশিত হবে। কি কি ঘোষণা হবে সেটা জানার জন্য বেশ আগ্রহী আমজনতা। এরই মধ্যে জানা যাচ্ছে দেশের বাজেটের ১১ দিনের মাথাতেই রাজ্যের বাজেট প্রকাশ্যে আসবে। আর এবারে লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা মিলতে পারে বলেও আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইউনিয়ান বাজেট ২০২৫ | Union Budget 2025

বিশেষজ্ঞদের মতে, মানুষ আগে তুলনায় খরচ কম করছেন। তাই বাজেটে কিভাবে মানুষের হাতে খরচের টাকা তুলে দেওয়া যেতে পারে সেই ধরণের ঘোষণার দিকে বিশেষ নজর থাকবে। বিগত কয়েক বছরের মত এবারেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বাজেট পেশ করবেন। প্রি বাজেট মিটিংয়ে বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছিল, সেগুলি আদৌ মান্যতা পায় কি না তা এই দিনেই জানা যাবে।

পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

যেমনটা জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকেই বিধানসভায় বাজেট অধিবেশন চালু হবে। ১২ তারিখ রাজ্যের বাজেট পেশ করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের মানুষদের জন্য নয়া ঘোষণা থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। কারণ গতবছর বাজেটেই লক্ষীর ভান্ডার ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পের সূচনা করেন। সেই সময় জেনারেল কাস্টের মহিলাদের ৫০০ টাকা ও এসসি, এসটি ও ওবিসি মহিলাদের ১০০০ টাকা মাসিক ভাতা দেওয়া হত। তবে পরবর্তীতে বাজেটেই সেটা বাড়িয়ে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দেওয়া হয়। বিগত লোকসভা ভোটে এই প্রকল্প অনেকটাই জিততে সাহায্য করেছে তৃণমূল সরকারকে একথা মেনে নিয়েছেন অনেকেই। তাই সামনের ২০২৬ এর বিধানসভা ভোটকে মাথায় রেখে রাজ্য বাজেটের আগেই ফের লক্ষীর ভান্ডারের ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বাস্তবে কি হয় সেটা আগামী দিনেই জানতে পারা যাবে।

আরও পড়ুনঃ জানুয়ারির শেষে সুখবর, কর্মী ও পেনশনভোগীদের ৩% DA বাড়াল সরকার

বাড়বে বহুপ্রতীক্ষিত মহার্য ভাতা?

রাজ্যের বাজেটে সরকারি  কর্মীদের জন্য মহার্ঘ ভাতা নিয়েও ঘোষণা মিলতে পারে বলে আশা করা হচ্ছে। কারণ বিগত দুই বছরে বাজেট সভা থেকেই DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এবছর জানুয়ারিতে DA সংগ্রান্ট ঘোষণার প্রত্যাশা করলেও হতাশ হয়েছিলেন কর্মীরা। এদিকে কেন্দ্রের সমান হারে DA চালুর দাবিতে রাস্তায় নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাই বাজেটে DA সংক্রান্ত ঘোষণা মিলতে পারে বলেই আশা সকলের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group